thereport24.com
ঢাকা, সোমবার, ১৩ জানুয়ারি 25, ২৯ পৌষ ১৪৩১,  ১৩ রজব 1446

চট্টগ্রামে ‘বন্দুকযুদ্ধে’ দুই ডজন মামলার আসামি নিহত

২০২০ জানুয়ারি ২৬ ১১:১৪:৫২
চট্টগ্রামে ‘বন্দুকযুদ্ধে’ দুই ডজন মামলার আসামি নিহত

চট্টগ্রাম প্রতিনিধি: চট্টগ্রামের বাঁশখালীতে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নের (র‌্যাব) সঙ্গে ‘বন্দুকযুদ্ধে’ জলদস্যু মোরশেদ আলম (৩৫) নিহত হয়েছেন। এসময় ঘটনাস্থল থেকে অস্ত্র-গুলি উদ্ধার করা হয়।

রবিবার (২৬ জানুয়ারি) ভোরে বাঁশখালীর বাণীগ্রাম লটমুণি পাহাড় এলাকায় এ ‘বন্দুকযুদ্ধের’ ঘটনা ঘটে।

নিহত মোরশেদ বাঁশখালী উপজেলার চাম্বল এলাকার বাসিন্দা। তার বিরুদ্ধে বঙ্গোপসাগরের ৩১ জেলেকে হত্যার অভিযোগসহ দুই ডজনের বেশি মামলা রয়েছে।

র‌্যাব-৭-এর সহকারী পরিচালক (মিডিয়া) মাহমুদুল হাসান মামুন বলেন, কিছুদিন আগে বঙ্গোপসাগরের কুতুবদিয়ায় ৩১ জেলেকে সাগরে ফেলে নির্মমভাবে হত্যা করে দস্যু মোরশেদ ও তার দল। এছাড়াও সাগরে দস্যুতার অভিযোগে বেশ কিছু মামলা আছে তার বিরুদ্ধে। রবিবার ভোরে গোপন সংবাদের ভিত্তিতে তাকে গ্রেফতারে অভিযান শুরু করে র‌্যাব। এক পর্যায়ে বাঁশখালীর বাণীগ্রাম লটমুণি পাহাড় এলাকায় তার দলের সঙ্গে বন্দুকযুদ্ধের ঘটনা ঘটে। পরে ঘটনাস্থল থেকে মোরশেদের মরদেহ উদ্ধার করা হয়।

তিনি জানান, এসময় ঘটনাস্থল থেকে একটি বিদেশি পিস্তল, একটি থ্রি কোয়ার্টার গান, দুইটি ওয়ান শুটার গান, ১৯ রাউন্ড গুলি ও ৩টি রামদা উদ্ধার করা হয়।

(দ্য রিপোর্ট/আরজেড/জানুয়ারি ২৬,২০২০)

পাঠকের মতামত:

এ বিভাগের অন্যান্য সংবাদ

SMS Alert

জেলার খবর এর সর্বশেষ খবর

জেলার খবর - এর সব খবর