thereport24.com
ঢাকা, বৃহস্পতিবার, ২৩ জানুয়ারি 25, ৯ মাঘ ১৪৩১,  ২৩ রজব 1446

বঙ্গমাতা ফজিলাতুন্নেছা চরিত্রে পূর্ণিমা

২০২০ জানুয়ারি ২৬ ১১:২২:৪৬
বঙ্গমাতা ফজিলাতুন্নেছা চরিত্রে পূর্ণিমা

দ্য রিপোর্ট প্রতিবেদক: জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে নিয়ে নির্মিত হচ্ছে ‘চিরঞ্জীব মুজিব’ নামে চলচ্চিত্র। এটি নির্মাণ করছেন জুয়েল মাহমুদ।

চলচ্চিত্রটিতে বঙ্গবন্ধুর স্ত্রী বঙ্গমাতা বেগম ফজিলাতুন্নেছা চরিত্রে অভিনয় করছেন দর্শকপ্রিয় অভিনেত্রী পূর্ণিমা। বঙ্গবন্ধু চরিত্র রূপায়ন করছেন গুণী অভিনেতা আহমেদ রুবেল।

পূর্ণিমা বলেন, ‌‘ঐতিহাসিক একটি চরিত্র এটি। কিন্তু এতে আমার উপস্থিতি কম। কিছুটা ক্যামিও চরিত্রের মতো। বঙ্গবন্ধুর যৌবনকালে আমাকে দেখা যাবে। তখন তিনি বেশ জনপ্রিয় হয়ে উঠছেন। হোসেন শহীদ সোহরাওয়ার্দী আর মওলানা আবদুল হামিদ খান ভাসানীর সঙ্গে সারা দেশে আন্দোলন করে বেড়ান। আর আমি ঘর সামলাই। অল্প সময়ের হলেও চরিত্রটি খুব চ্যালেঞ্জিং।’

গত সপ্তাহে মানিকগঞ্জে চলচ্চিত্রটির শুটিংয়ে অংশ নেন পূর্ণিমা। এরই মধ্যে তার অংশের শুটিং শেষ হয়েছে। এখন অন্যদের শুটিং চলছে বলেও জানান এই অভিনেত্রী।

(দ্য রিপোর্ট/আরজেড/জানুয়ারি ২৬,২০২০)

পাঠকের মতামত:

SMS Alert

জলসা ঘর এর সর্বশেষ খবর

জলসা ঘর - এর সব খবর