thereport24.com
ঢাকা, বুধবার, ২২ জানুয়ারি 25, ৯ মাঘ ১৪৩১,  ২২ রজব 1446

ভারতের সর্বোচ্চ সম্মাননা পাচ্ছেন যে ৪ তারকা

২০২০ জানুয়ারি ২৬ ১৭:৫৩:৩৯
ভারতের সর্বোচ্চ সম্মাননা পাচ্ছেন যে ৪ তারকা

দ্য রিপোর্ট ডেস্ক: চতুর্থ সর্বোচ্চ বেসামরিক সম্মাননা ‘পদ্মশ্রী’ দিতে যাচ্ছে মোদি সরকার। প্রযোজক, পরিচালক, অভিনেত্রী ও গায়ককে দেয়া হবে এই সম্মাননা। ভারতীয় সংবাদমাধ্যমের প্রতিবেদনে বলা হয়েছে, বলিউডের আলোচিত অভিনেত্রী কঙ্গনা রানাওয়াত এবার পদ্মশ্রী পুরস্কার পাচ্ছেন।

পাকিস্তানের নাগরিকত্ব ছেড়ে ভারতীয় হয়েছেন জনপ্রিয় গায়ক আদনান সামি। জন্মসূত্রে পাকিস্তানি এই গায়ক বছর কয়েক আগে ভারতের নাগরিকত্ব পেয়েছেন। মোদি সরকার ক্ষমতায় আসার পর ২০১৫ সালে ভারতীয় নাগরিকত্ব পান তিনি। তিনিও প্রধানমন্ত্রীর বড় গুণগ্রাহী। এবার তাকেও পদ্মশ্রী দিতে যাচ্ছে মোদি সরকার।

বলিউডের অন্যতম বড় প্রোডাকশন হাউস ধর্মা। তার মালিক পরিচালক করন জোহর। সম্প্রতি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সঙ্গে সিনেমা জগতের তারকাদের সঙ্গে সাক্ষাতে বড় ভূমিকা নিয়েছিলেন করন। তিনিও পদ্মশ্রী পেতে যাচ্ছেন।

বালাজির মালকিন একতা কাপুরও পাচ্ছেন পদ্মশ্রী পুরস্কার। একতার সিরিয়াল ‌‘কাভি সাস ভি কাভি বহু থি’ তুলসী ভিরানির চরিত্রে জনপ্রিয় হয়েছিলেন স্মৃতি ইরানি। সেই স্মৃতি এখন কেন্দ্রীয় মন্ত্রী। একতার সঙ্গে নরেন্দ্র মোদির বেশ ভালোই সুসম্পর্ক।

(দ্য রিপোর্ট/আরজেড/জানুয়ারি ২৬,২০২০)

পাঠকের মতামত:

SMS Alert

জলসা ঘর এর সর্বশেষ খবর

জলসা ঘর - এর সব খবর