thereport24.com
ঢাকা, সোমবার, ১৩ জানুয়ারি 25, ২৯ পৌষ ১৪৩১,  ১৩ রজব 1446

মৌলভীবাজারে পুড়ে অঙ্গার একই পরিবারের পাঁচজন

২০২০ জানুয়ারি ২৮ ১৬:৪৭:৫১
মৌলভীবাজারে পুড়ে অঙ্গার একই পরিবারের পাঁচজন

মৌলভীবাজার প্রতিনিধি:মৌলভীবাজারে সদর উপজেলায় জুতার দোকান থেকে ছড়িয়ে পড়া আগুনে একই পরিবারের পাঁচজনের মৃত্যুর খবর পাওয়া গেছে।

মঙ্গলবার বেলা ১১টার দিকে সেন্ট্রাল রোডে পিংকি স্টোর নামে একটি দোকান থেকে লাগা আগুনে এই প্রাণহাণির ঘটনা ঘটে। তাৎক্ষণিকভাবে নিহতদের বিস্তারিত পরিচয় জানা যায়নি।

স্থানীয়রা জানান, পিংকি স্টোরের পেছনে দোকান মালিক স্ত্রী ও সন্তানদের নিয়ে থাকতেন। সকাল ১১টার দিকে দোকানটিতে আগুন ধরে যায়। এ সময় নারী ও শিশুরা ঘরের মধ্যে ছিলেন। কিছু বুঝে ওঠার আগেই ওই পরিবারের দুই শিশুসহ পাঁচজন দগ্ধ হয়ে ঘটনাস্থলেই মারা যায়। পরে নিহতদের লাশ উদ্ধার করে সদর হাসপাতালের মর্গে পাঠায় পুলিশ।

মৌলভীবাজার ফায়ার স্টেশনের ব্যবস্থাপক জানান, আগুনে দগ্ধ হয়ে একই পরিবারের পাঁচজন নিহত হয়েছেন। নিহতদের মরদেহ উদ্ধার করা হয়েছে। তবে তাৎক্ষণিকভাবে আগুন লাগার কারণ ও ক্ষতির পরিমাণ জানা যায়নি।

(দ্য রিপোর্ট/আরজেড/জানুয়ারি ২৮,২০২০)

পাঠকের মতামত:

এ বিভাগের অন্যান্য সংবাদ

SMS Alert

জেলার খবর এর সর্বশেষ খবর

জেলার খবর - এর সব খবর