thereport24.com
ঢাকা, সোমবার, ১৩ জানুয়ারি 25, ২৯ পৌষ ১৪৩১,  ১৩ রজব 1446

ভেকু মেশিনের ধাক্কায় মোটরসাইকেলের তিন আরোহী নিহত

২০২০ জানুয়ারি ২৯ ১০:২৬:৩৬
ভেকু মেশিনের ধাক্কায় মোটরসাইকেলের তিন আরোহী নিহত

দিনাজপুর প্রতিনিধি: দিনাজপুরের বিরামপুরে ভেকু মেশিনের (ট্রেজার) ধাক্কায় তিন মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। মঙ্গলবার (২৮ জানুয়ারি) রাত সাড়ে ১১টার দিকে বিরামপুর-নবাবগঞ্জ সড়কের জোলাগাড়ী নামক স্থানে এই দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন- জেলার নবাবগঞ্জ উপজেলার সেগুনবাগান এলাকার ওসমান গনি (৩০), সুজন (৩৫) ও একই এলাকার বিপ্লব হোসেন (৩০)।

বিরামপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনিরুজ্জামান জানান, মঙ্গলবার রাতে বিরামপুর উপজেলা থেকে মোটরসাইকেলে করে তিন যুবক নবাবগঞ্জে ফিরছিলেন। পথিমধ্যে জোলাগাড়ী নামক স্থানে রাস্তায় একটি কালভার্ট নির্মাণ কাজে নিয়োজিত ভেকু ট্রেজার মেশিন মোটরসাইকেলটিকে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলেই দুই যুবক নিহত হন। এ সময় আহত অবস্থায় এক যুবককে স্থানীয়রা উদ্ধার করে বিরামপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে চিকিৎসারত অবস্থায় তিনিও মারা যান।

নিহতদের মরদেহ ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে। এ ব্যাপারে একটি ইউডি মামলা দায়ের করা হয়েছে বলে জানান ওসি।

(দ্য রিপোর্ট/আরজেড/জানুয়ারি ২৯,২০২০)

পাঠকের মতামত:

এ বিভাগের অন্যান্য সংবাদ

SMS Alert

জেলার খবর এর সর্বশেষ খবর

জেলার খবর - এর সব খবর