thereport24.com
ঢাকা, বৃহস্পতিবার, ৬ মার্চ 25, ২২ ফাল্গুন ১৪৩১,  ৬ রমজান 1446

চীনেই করোনায় প্রাণ গেল ৩০৪ জনের

২০২০ ফেব্রুয়ারি ০২ ১৬:২৭:৫২
চীনেই করোনায় প্রাণ গেল ৩০৪ জনের

দ্য রিপোর্ট ডেস্ক: প্রাণঘাতী করোনাভাইরাসে সংক্রমণে চীনে মৃতের সংখ্যা বেড়েই চলছে। এখন পর্যন্ত ৩০৪ জন মারা গেছেন। এছাড়া চীনের মূল ভূখণ্ডে আক্রান্তের সংখ্যা এখন ১৪ হাজার ৩৮০ জন।

রোববার (২ ফেব্রুয়ারি) সকালে দেশটির ন্যাশনাল হেল্থ কমিশনের বরাত দিয়ে এ তথ্য দিয়েছে চীনের রাষ্ট্রীয় টেলিভিশন সিসিটিভি।

এদিকে, প্রাণঘাতী এ ভাইরাস ঠেকাতে হিমশিম খাচ্ছে চীনা কর্তৃপক্ষ। এই ভাইরাসের সংক্রমণ থেকে বাঁচাতে নাগরিকদের চীনের উহান থেকে ফিরিয়ে নিচ্ছে বিভিন্ন দেশ। স্পেন, যুক্তরাজ্যসহ বিশ্বের প্রায় ২০টি দেশে এখন পর্যন্ত করোনা ভাইরাসে আক্রান্ত রোগী পাওয়া গেছে।

এ ভাইরাস মোকাবিলায় বৈশ্বিক জরুরি অবস্থা ঘোষণা করেছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা। সুইজারল্যান্ডের জেনেভায় ‘হু’র মহাপরিচালক অ্যাডানোম গ্রেবিয়াসিস এক সংবাদ সম্মেলনে এ ঘোষণা দেন।

(দ্য রিপোর্ট/আরজেড/ফেব্রুয়ারি ০২,২০২০)

পাঠকের মতামত:

SMS Alert

বিশ্ব এর সর্বশেষ খবর

বিশ্ব - এর সব খবর