thereport24.com
ঢাকা, মঙ্গলবার, ২৬ নভেম্বর ২০২৪, ১২ অগ্রহায়ণ ১৪৩১,  ২৪ জমাদিউল আউয়াল 1446

আর পাওয়া যাবে না গ্রামীণফোনের সিম: গ্রামীণফোনের সিইও

২০২০ ফেব্রুয়ারি ০৩ ২১:৪১:১৫
আর পাওয়া যাবে না গ্রামীণফোনের সিম: গ্রামীণফোনের সিইও

দ্য রিপোর্ট প্রতিবেদক: আগামী এক থেকে দুই সপ্তাহের মধ্যে বাজারে থাকা গ্রামীণফোনের সিমগুলো শেষ হয়ে যাবে। এরপর গ্রামীণফোনের আর কোনো সিম পাওয়া যাবে বলে জানিয়েছেন গ্রামীণফোনের প্রথম বাংলাদেশি সিইও ইয়াসির আজমান।

আজ সোমবার রাজধানীর বসুন্ধরার জিপি হাউজে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি বলেন, গ্রামীণফোনের প্রধান কার্যালয় জিপি হাউজে যত সিম ছিল তার সবই বিক্রি হয়ে গেছে। এখন নতুন করে অনুমোদন না পেলে আগামী এক বা দুই সপ্তাহ পর বাজারে আর কোনো সিম দিতে পারব না।

তিনি জানান, গ্রাহকদের চাহিদা মেটাতে প্রতিদিন গ্রামীণফোন ৫০,০০০ হাজার সিম বাজারে ছাড়ে। গ্রামীণফোন তাদের পুরনো ০১৭ কোডের দশ কোটি নম্বর বিক্রি করার পর ২০১৮ সালের সেপ্টেম্বরে ০১৩ নম্বর কোড থেকে আরও দুই কোটি সিম বিক্রির অনুমোদন পায়। এর সবই বিক্রি হয়ে গেছে।

সংবাদ সম্মেলন থেকে জানা গেছে, বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশনে (বিটিআরসি) নতুন সিম বা রিপ্লেসমেন্টের জন্য ৩০ লাখ সিম জমে যায়। সে কারণে রিসাইকেলের (পুরনো বন্ধ সিম নির্দিষ্ট সময়ের পরে বিক্রির জন্য রেডি করা) জন্য বিটিআরসির অনুমতি পাওয়া যাচ্ছে না।

(দ্য রিপোর্ট/আরজেড/ফেব্রুয়ারি ০৩,২০২০)

পাঠকের মতামত:

এ বিভাগের অন্যান্য সংবাদ

SMS Alert

অর্থ ও বাণিজ্য এর সর্বশেষ খবর

অর্থ ও বাণিজ্য - এর সব খবর