thereport24.com
ঢাকা, শনিবার, ১১ জানুয়ারি 25, ২৮ পৌষ ১৪৩১,  ১১ রজব 1446

ফের মেয়াদ বাড়লো বাণিজ্য মেলার

২০২০ ফেব্রুয়ারি ০৩ ২১:৪৭:১৮
ফের মেয়াদ বাড়লো বাণিজ্য মেলার

দ্য রিপোর্ট প্রতিবেদক: ব্যবসায়ীদের দাবির পরিপ্রেক্ষিতে দ্বিতীয় দফায় বাণিজ্যমেলার সময় আরও দুই দিন বাড়ানো হয়েছে। ফলে এবারের বাণিজ্যমেলা শেষ হবে আগামী ৬ ফেব্রুয়ারি।

সোমবার (০৩ ফেব্রুয়ারি) রাজধানীর শেরেবাংলা নগরে বাণিজ্যমেলার মাঠ প্রাঙ্গণে মেলার সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এমটাই জানিয়েছে বাণিজ্যমন্ত্রী টিপু মুনশি।

পরবর্তী মেলা পূর্বাচলে আয়োজিত হবে আশ্বাস দিয়ে বলেন, আগামী মেলা হবে বাণিজ্য মন্ত্রণালয়ের নিজস্ব জায়গায়। যা আন্তর্জাতিক মানের।

বাণিজ্যমন্ত্রী বলেন, আগামী বছর মেলাটি পূর্বাচলে নিয়ে যাওয়া হবে। সেখানে মেলার বরাদ্দকৃত স্থানের নিজস্ব কমপ্লেক্সে মেলা অনুষ্ঠিত হবে। সেখানে লোকজন নিয়ে যাওয়ার ব্যবস্থা করা হবে। সেখানে আন্তর্জাতিক মানের সেন্টার রয়েছে। সেখানেই মেলা অনুষ্ঠিত হবে।

সমাপনী অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বাণিজ্য মন্ত্রণালয়ের সচিব মো. জাফর উদ্দীন ও এফবিসিসিআইয়ের সহসভাপতি সিদ্দিকুর রহমান উপস্থিত ছিলেন।

এর আগে, ১০ এবং ৩১ জানুয়ারি ও ১ ফেব্রুয়ারি মেলা বন্ধ থাকায়, মেলার সময় চারদিন বাড়ানো হয়েছিল।

উল্লেখ্য, আন্তর্জাতিক বাণিজ্য মেলার ২৫তম আয়োজনে দেশীয় প্রতিষ্ঠানের পাশাপাশি ভারত, পাকিস্তান ও চীনসহ ২০টি দেশ বিক্রয় ও প্রদর্শনীতে অংশগ্রহণ করে। মেলায় মোট ৪৯০টি দেশি ও বিদেশি প্রতিষ্ঠান বিভিন্ন ক্যাটাগরির প্যাভিলিয়ন, মিনি প্যাভিলিয়ন ও স্টল বরাদ্দ নিয়ে অংশগ্রহণ করে।

(দ্য রিপোর্ট/আরজেড/ফেব্রুয়ারি ০৩,২০২০)

পাঠকের মতামত:

SMS Alert

অর্থ ও বাণিজ্য এর সর্বশেষ খবর

অর্থ ও বাণিজ্য - এর সব খবর