thereport24.com
ঢাকা, বৃহস্পতিবার, ৬ মার্চ 25, ২২ ফাল্গুন ১৪৩১,  ৬ রমজান 1446

‘জালিয়ানওয়ালাবাগের মতো গণহত্যা হতে পারে দিল্লির শাহিনবাগে’

২০২০ ফেব্রুয়ারি ০৫ ১৭:১৩:১৯
‘জালিয়ানওয়ালাবাগের মতো গণহত্যা হতে পারে দিল্লির শাহিনবাগে’

দ্য রিপোর্ট ডেস্ক: ভারতের বিতর্কিত নাগরিকত্ব সংশোধিত বিল বাতিলের দাবিতে দিল্লির শাহিনবাগ ও জামিয়া মিলিয়ায় গত দেড় মাস ধরে চলা বিক্ষোভে গুলির ঘটনায় নতুন আশঙ্কা প্রকাশ করেছেন দেশটির অল ইন্ডিয়া মজলিস এ ইত্তেহাদুল মুসলিমিন (এআইএমআইএম) এর প্রধান আসাদুদ্দিন ওয়াইসি। তার মতে, দিল্লিতে জালিয়ানাওয়ালা বাগের মতো গণহত্যার পরিস্থিতি তৈরি হতে পারে।

ভারতীয় সংবাদমাধ্যম আনন্দবাজার জানায়, বুধবার দেশটির সংবাদ সংস্থা এএনআই-কে দেওয়া একটি সাক্ষাৎকারে আসাদুদ্দিন ওয়াইসি বলেন, ‘এমনটা হতে পারে যে ওদের গুলি করা হল। ওরা শাহিনবাগকে জালিয়ানওয়ালা বাগে পরিণত করে ফেলতে পারে। এটা হতে পারে। কারণ বিজেপির মন্ত্রীই গুলি করার কথা বলছেন।’

জালিয়ানওয়ালাবাগ হত্যাকাণ্ড (অমৃতসর হত্যাকাণ্ড) ভারতীয় উপমহাদেশের ইতিহাসে অন্যতম জগণ্য গণহত্যা। ১৯১৯ সালের ১৩ এপ্রিল তারিখে অবিভক্ত ভারতের পাঞ্জাব প্রদেশের অমৃতসর শহরে ইংরেজ সেনানায়ক ব্রিগেডিয়ার রেগিনাল্ড ডায়ারের নির্দেশে এই হত্যাকাণ্ড সংঘটিত হয়। এই হত্যাকাণ্ডের প্রতিবাদে বিশ^কবি রবীন্দ্রনাথ ঠাকুর ইংরেজ সরকারের দেওয়া ‘নাইটহুড’ উপাধি ত্যাগ করেছিলেন।

সাক্ষাৎকারে জাতীয় নাগরিক পঞ্জি (এনআরসি) ও জাতীয় জনসংখ্যা পঞ্জি (এনপিআর) সম্পর্কেও ওয়াইসি বলেন,‘কেন্দ্রীয় সরকারকে সুস্পষ্টভাবে জানাতে হবে যে ২০২৪ সালের মধ্যে এনআরসি চালু হবে না। তা হলে কেন সরকার এনপিআর-এর জন্য তিন হাজার ৯০০ কোটি টাকা খরচ করছে? আমি এক জন ইতিহাসের ছাত্র হিসাবে এটাই মনে করি, হিটলার তার আমলে দু’বার আদমশুমারি করেছিলেন। তারপর ইহুদিদের গ্যাস চেম্বারে পাঠিয়েছিলেন। ভারত একই পথ অনুসরণ করুক আমি তা চাই না।’

(দ্য রিপোর্ট/আরজেড/ফেব্রুয়ারি ০৫,২০২০)

পাঠকের মতামত:

এ বিভাগের অন্যান্য সংবাদ

SMS Alert

বিশ্ব এর সর্বশেষ খবর

বিশ্ব - এর সব খবর