thereport24.com
ঢাকা, বৃহস্পতিবার, ২ জানুয়ারি 25, ১৯ পৌষ ১৪৩১,  ২ রজব 1446

সমন্বিত ভর্তি পরীক্ষা চায় না ডাকসু

২০২০ ফেব্রুয়ারি ০৮ ২১:০২:২৫
সমন্বিত ভর্তি পরীক্ষা চায় না ডাকসু

ঢাবি প্রতিনিধি: সমন্বিত ভর্তি পরীক্ষা নিতে যাচ্ছে অনেক বিশ্ববিদ্যালয়। তবে এ পদ্ধতিতে না যাওয়ার পক্ষে ঢাকা বিশ্ববিদ্যালয় প্রশাসন। প্রশাসনের এ সিদ্ধান্তের সঙ্গে একমত পোষণ করেছে ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু)। আজ শনিবার (৮ফেব্রুয়ারি) বিকাল ৩টা থেকে সন্ধ্যা পর্যন্ত চলা অনুষ্ঠিত তৃতীয় নির্বাহী সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে৷

সভা শেষে সাংবাদিকদের এ সিদ্ধান্তের কথা প্রেস ব্রিফিং করে জানিয়েছেন ডাকসুর সহ-সভাপতি নুরুল হক নুর এবং সাধারণ সম্পাদক (জিএস) গোলাম রাব্বানী৷

গোলাম রাব্বানী বলেন, 'ডাকসুর সদস্যরা সমন্বিত ভর্তি পরীক্ষায় না যাওয়ার সিদ্ধান্তের পক্ষে সমর্থন দিয়েছেন। বিশ্ববিদ্যালয়ের যে ঐতিহ্য রয়েছে এবং ৭৩'এর যে অধ্যাদেশ রয়েছে সে অনুযায়ী ভর্তি পরীক্ষা নেওয়া হবে৷'

(দ্য রিপোর্ট/আরজেড/ফেব্রুয়ারি ০৮,২০২০)

পাঠকের মতামত:

SMS Alert

ক্যাম্পাস এর সর্বশেষ খবর

ক্যাম্পাস - এর সব খবর