thereport24.com
ঢাকা, শনিবার, ১৮ জানুয়ারি 25, ৫ মাঘ ১৪৩১,  ১৮ রজব 1446

গয়েশ্বর চন্দ্র রায় হাসপাতালে ভর্তি

২০২০ ফেব্রুয়ারি ১১ ১১:১৫:৪৬
গয়েশ্বর চন্দ্র রায় হাসপাতালে ভর্তি

দ্য রিপোর্ট প্রতিবেদক: বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায় অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন। হঠাৎ অসুস্থ হয়ে পড়লে সোমবার রাত ৯টার দিকে রাজধানীর ধানমণ্ডির আনোয়ার খান মডার্ন হাসপাতালে তাকে ভর্তি করা হয়।

গয়েশ্বর চন্দ্র রায়ের পুত্রবধু ও বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য নিপুন রায় চৌধুরী এই তথ্য নিশ্চিত করেছেন।

জানা গেছে, ঢাকা সিটি কর্পোরশেন নির্বাচনের প্রচারের সময় অসুস্থ বোধ করেন গয়েশ্বর চন্দ্র রায়। তখনও তিনি হাসপাতালে চিকিৎসা নিয়েছেন। পরে সোমবার রাতে দলের স্থায়ী কমিটির বৈঠকে অংশ নেন। বৈঠকের পর হঠাৎ অসুস্থবোধ করায় তাকে হাসপাতালে ভর্তি করা হয়। তিনি হাসপাতালের নাক কান গলা বিভাগের ভর্তি।

(দ্য রিপোর্ট/আরজেড/ফেব্রুয়ারি ১১,২০২০)

পাঠকের মতামত:

এ বিভাগের অন্যান্য সংবাদ

SMS Alert

রাজনীতি এর সর্বশেষ খবর

রাজনীতি - এর সব খবর