thereport24.com
ঢাকা, শনিবার, ১১ জানুয়ারি 25, ২৮ পৌষ ১৪৩১,  ১১ রজব 1446

রাজধানীতে ফুলের বাজার জমজমাট

২০২০ ফেব্রুয়ারি ১৪ ১৫:০১:৪৩
রাজধানীতে ফুলের বাজার জমজমাট

দ্য রিপোর্ট প্রতিবেদক: পহেলা ফাল্গুন ও বিশ্ব ভালোবাসা দিবসে রাজধানীসহ সারাদেশে ফুলের ব্যবসা জমজমাট। এমনিতেই শুক্রবার শাহবাগ, ফার্মগেট ও আগারগাঁওয়ের পাইকারি ফুলের বাজারে ভিড় লেগেই থাকে। দুটি বিশেষ দিন একইসঙ্গে হওয়ায় ফুল বিক্রি বেড়েছে কয়েকগুণ। দামও কিছুটা বাড়তি আজ। ফুল ব্যবসায়ীদের প্রত্যাশা এবার কয়েক শ কোটি টাকার ফুল বেচাকেনা হবে।

সারাদেশের ফুল চাষিদের কেন্দ্রীয় প্লাটফর্ম বাংলাদেশ ফ্লাওয়ার সোসাইটির তথ্য মতে, দেশে প্রায় ১৬ শ কোটি টাকার ফুলের বাজার গড়ে উঠেছে। বিভিন্ন দিবসকে সামনে রেখে সারাদেশেই কম-বেশি ফুলের চাষ হয়।

বাংলাদেশ ফ্লাওয়ার সোসাইটির সভাপতি আবদুর রহিম বলেন, দেশে উৎপাদিত বিভিন্ন জাতের ফুল দিয়েই সারা বছরের চাহিদা মেটে। তবে বাইরে থেকেও কিছু ফুল আসে।

তথ্য বলছে, এবছর ভালোবাসা দিবসে শুধু গোলাপের চাহিদা ৫০ লাখের বেশি হলেও চাহিদা অনুযায়ী জোগান কিছুটা কম হতে পারে। কারণ, এবার যশোর এলাকায় গোলাপের ফলন খারাপ হয়েছে। সংগঠনটির তথ্য মতে, গত বছর ভালোবাসা দিবস ও বসন্ত বরণকে কেন্দ্র করে ২০০ কোটি টাকার ফুল বিক্রি হয়েছিলো। এবারও ১৯০ থেকে ২০০ কোটি টাকার ব্যবসা হবে।

(দ্য রিপোর্ট/আরজেড/ফেব্রুয়ারি ১৪,২০২০)

পাঠকের মতামত:

SMS Alert

অর্থ ও বাণিজ্য এর সর্বশেষ খবর

অর্থ ও বাণিজ্য - এর সব খবর