thereport24.com
ঢাকা, রবিবার, ১৯ জানুয়ারি 25, ৫ মাঘ ১৪৩১,  ১৯ রজব 1446

মিস ইউনিভার্স-২০১৩ ভেনিজুয়েলার গাব্রিয়েলা ইসলার

২০১৩ নভেম্বর ১০ ১৪:৪৮:৫১
মিস ইউনিভার্স-২০১৩ ভেনিজুয়েলার গাব্রিয়েলা ইসলার

দিরিপোর্ট২৪ ডেস্ক : ৮৬ জন প্রতিযোগীকে পেছনে ফেলে এবছরের মিস ইউনির্ভাসের বিজয় মুকুট পরলেন ভেনিজুয়েলার তরুণী গাব্রিয়েলা ইসলার।

পেশায় টিভি উপস্থাপক ২৫ বছরের এই তরুণী সপ্তম ভেনিজুয়েলান হিসেবে মিস ইউনির্ভাসের খেতাব পেলেন।

৬২তম মিস ইউনিভার্স প্রতিযোগিতায় দ্বিতীয় ও তৃতীয় স্থান অর্জন করেছেন যথাক্রমে স্পেনের প্যাট্রিসিয়া রড্রিগজ ও ইকুয়েডরের কনসটাঞ্জা বায়েজ।

রাশিয়ার রাজধানী মস্কোর ক্রোকাস সিটি হলে শনিবার রাতে অনুষ্ঠিত এক জাঁকজমকপূর্ণ অনুষ্ঠানে গত বছরের মিস ইউনির্ভাস মার্কিন বংশোদ্ভূত অলিভিয়া কুলপো গাব্রিয়েলার মাথায় হীরার তৈরি বিজয় মুকুট পরিয়ে দেন।

এসময় গাব্রিয়েলা জানান, ‘এই মুহূর্তে আমি আমার অনুভূতি ভাষায় প্রকাশ করতে পারছি না।’

এদিকে, ভেনিজুয়েলার প্রেসিডেন্ট নিকোলাস মাদুরো বিজয়ী হওয়ার পর গাব্রিয়েলাকে অভিন্দন জানিয়ে খুদে ব্লগিং সাইট টুইটারে টুইট করেন। তিনি বলেন, গাব্রিয়ালার বিজয় ভেনিজুয়েলার জন্য একটা বড়ো সাফল্য।

এদিকে, বিজয়ী হওয়ার একদিন পর রবিবার গাব্রিয়েল ১০ লাখ মার্কিন ডলার মূল্যের বিশেষভাবে ডিজাইন করা সাঁতারের পোশাকের মডল হবেন। সূত্র: এএফপি, এনডিটিভি।

(দিরিপোর্ট২৪/কেএন/জেএম/নভেম্বর ১০, ২০১৩)

পাঠকের মতামত:

SMS Alert

জলসা ঘর এর সর্বশেষ খবর

জলসা ঘর - এর সব খবর