thereport24.com
ঢাকা, রবিবার, ১২ জানুয়ারি 25, ২৯ পৌষ ১৪৩১,  ১২ রজব 1446

গাজীপুরে বাস উল্টে মা-‌মেয়ে নিহত

২০২০ ফেব্রুয়ারি ২৩ ১০:৫৪:৪৩
গাজীপুরে বাস উল্টে মা-‌মেয়ে নিহত

গাজীপু‌র প্রতিনিধি: গাজীপু‌রের কা‌লিয়া‌কৈর উপ‌জেলার মৌচাক এলাকায় আজ‌মেরী প‌রিবহ‌নের যাত্রীবাহী এক‌টি বাস উল্টে মা ও মে‌য়ে নিহত হ‌য়ে‌ছে।

রোববার সকালে ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের আমবাগান এলাকায় এ দুর্ঘটনা ঘটে। দুর্ঘটনায় আজমেরি পরিবহনের ওই গাড়িটি জব্দ করা হলেও পলাতক রয়েছেন চালক।

স্থানীয়রা জানান, গাড়িটি ঢাকার উদ্দেশে শফিপুর থেকে যাত্রার কিছুক্ষণ পরই হঠাৎই এ দুর্ঘটনা ঘটে। এতে ঘটনাস্থলেই মারা যান ফাতেমা বেগম ও তার ৯ মাস বয়সী মেয়ে আরবি। তাদের বাড়ি কালিয়াকৈর উপজেলার বোটঘর এলাকায়।

সালনা হাইও‌য়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ম‌জিবুর রহমান জানান, কা‌লিয়া‌কৈর থে‌কে ছে‌ড়ে আসা আজ‌মেরী প‌রিবহ‌নের যাত্রীবাহী এক‌টি বাস ঢাকার দি‌কে যা‌চ্ছিল। এসময় গাজীপুর-চন্দ্রা মহাসড়‌কের মৌচাক এলাকায় পৌঁছা‌লে বাস‌টি নিয়ন্ত্রণ হা‌রি‌য়ে সড়‌কে উল্টে যায়। এতে ওই বা‌সের যাত্রী ফা‌তেমা বেগম ও তার মে‌য়ে আরবী ঘটনাস্থ‌লেই মারা যায়।

(দ্য রিপোর্ট/আরজেড/ফেব্রুয়ারি ২৩,২০২০)

পাঠকের মতামত:

এ বিভাগের অন্যান্য সংবাদ

SMS Alert

জেলার খবর এর সর্বশেষ খবর

জেলার খবর - এর সব খবর