thereport24.com
ঢাকা, বৃহস্পতিবার, ২৮ নভেম্বর ২০২৪, ১৪ অগ্রহায়ণ ১৪৩১,  ২৬ জমাদিউল আউয়াল 1446

শাহ আমানতে ২১ লাখ টাকার সিগারেট জব্দ

২০২০ ফেব্রুয়ারি ২৮ ১১:১০:১৭
শাহ আমানতে ২১ লাখ টাকার সিগারেট জব্দ

চট্টগ্রাম প্রতিনিধি: চট্টগ্রামে হযরত শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে ২১ লাখ টাকার বিদেশি সিগারেট জব্দ করেছেন এনএসআই টিম ও বিমানবন্দর কাস্টমস কর্মকর্তারা।

বৃহস্পতিবার (২৭ ফেব্রুয়ারি) রাত পৌনে ১১টা পর্যন্ত আবুধাবি থেকে আসা বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের বিজি ১২৮ ফ্লাইটের ৮ যাত্রীর কাছ থেকে এসব সিগারেট জব্দ করা হয়। গোপন সংবাদের ভিত্তিতে তল্লাশি চালিয়ে এগুলো উদ্ধার করা হয়।

বিমানবন্দর সূত্রে জানা গেছে, যাত্রীদের মধ্যে মো. সোহেল রানার কাছে ৩০০ কার্টন, মো. সেলিমের কাছে ২৬০ কার্টন, মো. ইমতিয়াজের কাছে ১৯০ কার্টন, আবুল কালাম ও বেলাল মোহাম্মদের কাছে ২০ কার্টন করে, আবদুল আজিমের কাছে ৩০ কার্টন, কাজী মো. হানিফের কাছে ১৫ কার্টন ও পরিত্যক্ত অবস্থায় ২৬০ কার্টন সিগারেট পাওয়া যায়। প্রতি কার্টন সিগারেটের বাজার মূল্য ২ হাজার টাকা।

জব্দ করা সবগুলো সিগারেটর কার্টন বিমানবন্দর কাস্টমসকে হস্তান্তর করা হয়েছে। তারা পরবর্তী আইনি প্রক্রিয়া গ্রহণ করবে।

(দ্য রিপোর্ট/আরজেড/ফেব্রুয়ারি ২৮,২০২০)

পাঠকের মতামত:

এ বিভাগের অন্যান্য সংবাদ

SMS Alert

অপরাধ ও আইন এর সর্বশেষ খবর

অপরাধ ও আইন - এর সব খবর