thereport24.com
ঢাকা, শনিবার, ১১ জানুয়ারি 25, ২৭ পৌষ ১৪৩১,  ১১ রজব 1446

বিশ্ববিদ্যালগুলোর সঙ্গে ফের বসছেন শিক্ষামন্ত্রী

২০২০ ফেব্রুয়ারি ২৮ ১৮:৫৬:৩৮
বিশ্ববিদ্যালগুলোর সঙ্গে ফের বসছেন শিক্ষামন্ত্রী

দ্য রিপোর্ট প্রতিবেদক: আগামী শিক্ষাবর্ষ থেকে সমন্বিত ভর্তি পরীক্ষার সিদ্ধান্তে রাজি না এমন চারটি স্বায়ত্তশাসিত বিশ্ববিদ্যালয় এবং বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়কে (বুয়েট) রাজি করাতে কর্তৃপক্ষের সঙ্গে আবারও বসবেন বলে জানিয়েছেন শিক্ষামন্ত্রী দীপু মনি।

শুক্রবার ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন আহত ঢাকা কলেজের শিক্ষার্থীদের চিকিৎসার খোঁজ নিতে এসে সাংবাদিকদের মুখোমুখি হয়ে এই কথা জানান শিক্ষামন্ত্রী।

মন্ত্রী বলেন, ‘সমন্বিত ভর্তি পরীক্ষার বিষয়ে আমরা উদ্যোগ নিয়েছি, ইউজিসি উদ্যোগ নিয়েছে। সেখানে তাদের স্বতঃস্ফূর্তভাবে এগিয়ে আসা উচিত। অনেকেই এগিয়ে এসেছে, তবে ৪/৫টি বিশ্ববিদ্যালয় ভাবছে তারা নিজেরাই ভর্তি পরীক্ষা নেবে। তাদের সঙ্গে আমরা আবারও বসবো।’

সাত কৃষি বিশ্ববিদ্যালয়ের পর আগামী শিক্ষাবর্ষ থেকে দেশের অন্য পাবলিক বিশ্ববিদ্যালয়গুলোতেও সমন্বিতভাবে ভর্তি পরীক্ষা নেওয়ার সিদ্ধান্ত নিয়েছে বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন (ইউজিসি)। তবে চারটি স্বায়ত্তশাসিত বিশ্ববিদ্যালয় এবং বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয় (বুয়েট) সমন্বিত ভর্তি পরীক্ষায় রাজি নয়।

সমন্বিত ভর্তি পরীক্ষায় রাজি না হওয়া বিশ্ববিদ্যালয়গুলোকে বাদ দিয়ে বাকিগুলো নিয়ে সমন্বিত ভর্তি পরীক্ষার ঘোষণাও এসেছে ইউজিসি থেকে।

গুচ্ছ ভর্তি পরীক্ষা নেওয়া হলে বিশ্ববিদ্যালয়ের স্বায়ত্তশাসনে সমস্যাটা কোথায় প্রশ্ন রেখে দীপু মনি বলেন, ‘গুচ্ছ ভর্তি পরীক্ষা নেওয়া হলে বিশ্ববিদ্যালয়ের স্বায়ত্তশাসনে সমস্যাটা কী? এখানে আমরা তো তাদের শাসনক্ষমতা কেড়ে নিচ্ছি না।’

‘সকল ছাত্র-ছাত্রী যেন বৈষম্যহীনভাবে তার পরীক্ষা দিতে পারে এবং প্রত্যেকে যেন বিশ্ববিদ্যালয় ভর্তি হতে সুযোগ পায়- এই অধিকারটুক দেওয়ার দায়িত্ব কি তাদের নেই? সেখানে যদি স্বায়ত্তশাসন বাধা হয়ে দাঁড়ায়, তাহলে সে শাসন নিয়ে তাদের ভাবা উচিত।’

সমন্বিত ভর্তি পরীক্ষা হলে শিক্ষার্থীরা সুবিধা পাবে জানিয়ে শিক্ষামন্ত্রী বলেন, ‘আমাদের দেশের শিক্ষার্থীরা যারা বিশ্ববিদ্যালয় পর্যায়ে ভর্তি হতে চায়, তাদের প্রতিবছর চরম ভোগান্তি হয়, আর্থিকভাবে ক্ষতিগ্রস্ত হতে হয়। এখনকার পদ্ধতিতে যার সামর্থ্য আছে সে সুযোগ পায় আর যার সামর্থ্য নেই সে পিছিয়ে পড়ে। এই বৈষম্য তাদের নিজস্ব উদ্যোগে হওয়ার কথা ছিল।’

দীপু মনি বলেন, ‘সমাজের আর্থিক সমস্যায় থাকা শিক্ষার্থীদের পরিবারের কথা আমাদের ভাবতে হবে। একটা ইগো নিয়ে বসে থাকলে চলবে না।’

(দ্য রিপোর্ট/আরজেড/ফেব্রুয়ারি ২৮,২০২০)

পাঠকের মতামত:

এ বিভাগের অন্যান্য সংবাদ

SMS Alert

শিক্ষা এর সর্বশেষ খবর

শিক্ষা - এর সব খবর