thereport24.com
ঢাকা, বৃহস্পতিবার, ২৩ জানুয়ারি 25, ১০ মাঘ ১৪৩১,  ২৩ রজব 1446

না ফেরার দেশে সুরকার সেলিম আশরাফ

২০২০ মার্চ ০২ ১০:৪৯:১১
না ফেরার দেশে সুরকার সেলিম আশরাফ

দ্য রিপোর্ট প্রতিবেদক: বাংলাদেশের বিশিষ্ট সুরকার সেলিম আশরাফ মারা গেছেন। (ইন্না লিল্লাহি ওয়াইন্না ইলাইজি রাজিউন)। রবিবার দিনগত রাত তিনটার দিকে তিনি শেষ নিঃশ্বাস ছাড়েন। দীর্ঘদিন ধরে তার শ্বাসকষ্ট, রক্ত এবং কিডনির সমস্যা ছিল।

সেলিম আশরাফের মৃত্যুর বিষয়টি ফেসবুকে স্ট্যাটাস দিয়ে জানান তার স্ত্রী এবং খ্যাতিমান কণ্ঠশিল্পী আলম আরা মিনু। তিনি লেখেন, ‘অদির বাবা বিশিষ্ট সুরকার সেলিম আশরাফ আর নেই। রাত তিনটায় তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেছেন। আমরা সবাই দোয়া প্রার্থী।

শ্বাসকষ্ট, রক্ত ও কিডনির সমস্যার কারণে ২০১৮ সালের সেপ্টেম্বরে ভারতের চেন্নাইয়ে ১৩ দিন চিকিৎসা করিয়েছিলেন সুরকার সেলিম আশরাফ। তখন থেকে কয়েক মাস তিনি বেশ সুস্থ ছিলেন।

এরপর গত বছরের ফেব্রুয়ারিতে তার শ্বাসকষ্ট, রক্ত ও কিডনি সমস্যা প্রকট আকার ধারণ করায় রাজধারীর ইউনাইটেড হাসপাতালে ভর্তি হয়েছিলেন। সে সময় চিকিৎসার ব্যয় নিয়ে সমস্যায় পড়লে প্রধানমন্ত্রী শেখ হাসিনা তাকে ১০ লাখ টাকা অনুদান দিয়েছিলেন। সেই টাকা দিয়ে আবার তার চিকিৎসা শুরু হয়।

কিন্তু চলতি বছরের শুরুর দিকে আবারও গুরুতর অসুস্থ হয়ে পড়েন সেলিম আশরাফ। সেই অসুস্থতা তাকে শেষ পর্যন্ত নিয়ে গেল না ফেরার দেশে। যেখান থেকে কেউ কোনো দিনই ফিরে আসে না।

সংগীত জীবনে বেশ কয়েকটি জনপ্রিয় গানে সুর দিয়েছিলেন প্রয়াত সেলিম আশরাফ। তার মধ্যে দেশত্ববোধক গান ‘যে মাটির বুকে ঘুমিয়ে আছে লক্ষ মুক্তিসেনা’ এবং ‘এই যাদুটা যদি সত্যি হয়ে যেতো’ উল্লেখযোগ্য। তার সুরে গান গেয়েছেন স্ত্রী আলম আরা মিনুও।

(দ্য রিপোর্ট/আরজেড/০২ মার্চ,২০২০)

পাঠকের মতামত:

SMS Alert

জলসা ঘর এর সর্বশেষ খবর

জলসা ঘর - এর সব খবর