thereport24.com
ঢাকা, বৃহস্পতিবার, ২৩ জানুয়ারি 25, ৯ মাঘ ১৪৩১,  ২৩ রজব 1446

প্রভাসের নায়িকা হচ্ছেন দীপিকা

২০২০ মার্চ ০২ ১৯:৪১:৪১
প্রভাসের নায়িকা হচ্ছেন দীপিকা

দ্য রিপোর্ট ডেস্ক: কয়েকদিন আগেই একটি সাক্ষাৎকারে বলিউড অভিনেত্রী দীপিকা পাড়ুকোনকে প্রশ্ন করা হয়েছিল যে, প্রস্তাব পেলে তিনি আবার তামিল বা তেলেগু ভাষার ছবিতে অভিনয় করবেন কি না। যেহেতু তার অভিনয় কেরিয়ার শুরুই হয়েছিল দক্ষিণী ইন্ডাস্ট্রিতে। পরে এসেছিলেন বলিউডে।

সাক্ষাৎকারে সেই প্রশ্নের উত্তরে দীপিকা জানিয়েছিলেন, ইতোমধ্যে বেশ কয়েকজন দক্ষিণী পরিচালকের সঙ্গে তার কথা হয়েছে। ভালো গল্প বা চিত্রনাট্য পেলে তিনি আবার তামিল বা তেলেগু ছবিতে অভিনয় করবেন। ভাষা নিয়ে তার কোনো আপত্তি নেই বলেও জানান।

সেই ঘোষণার কদিন না যেতেই খবর, দক্ষিণী ভাষার ছবিতে কাজ করতে চলেছেন দীপিকা পাড়ুকোন। তাও আবার সেখানকার কিংবদন্তি পরিচালক নাগ অশ্বিনের পরবর্তী ছবিতে। আরও চমক হলো, এই ছবিতে নাকি দীপিকার বিপরীতে অভিনয় করবেন ‘বাহুবলী’ তারকা প্রভাস।

দক্ষিণী ইন্ডাস্ট্রিতে নাগ অশ্বিন খুব বড় নাম। তার আগের ছবি ‘মহানতি’ বক্স অফিস হিট তো বটেই, তিনটি জাতীয় পুরস্কারও জিতেছিল। আর ‘বাহুবলী’ ছবির পরে প্রভাসের জনপ্রিয়তা নিয়েও কারও কোনো সন্দেহ নেই। তাই দীপিকা রাজি হলে ছবিটি নিয়ে দর্শক নিঃসন্দেহে আগ্রহী হবেন।

(দ্য রিপোর্ট/আরজেড/০২ মার্চ,২০২০)

পাঠকের মতামত:

SMS Alert

জলসা ঘর এর সর্বশেষ খবর

জলসা ঘর - এর সব খবর