thereport24.com
ঢাকা, শনিবার, ৮ ফেব্রুয়ারি 25, ২৫ মাঘ ১৪৩১,  ৯ শাবান 1446

ইতালিতে করোনায় আক্রান্ত বাংলাদেশি

২০২০ মার্চ ০৩ ১৪:১৬:৪৫
ইতালিতে করোনায় আক্রান্ত বাংলাদেশি

দ্য রিপোর্ট প্রতিবেদক: চীনের উহান প্রদেশ থেকে ছড়িয়ে পড়া প্রাণঘাতী করোনাভাইরাস থাবা বসিয়েছে ইউরোপের দেশ ইতালিতে। শেষ পর্যন্ত পাওয়া খবরে জানা গেছে, দেশটিতে করোনায় আক্রান্ত হয়ে মারা গেছেন মোট ৫২ জন। আর ওই ভাইরাসে সবমিলিয়ে সংক্রামিত হয়েছে ১৮৩৫ জন। এদের মধ্যে একজন বাংলাদেশিও রয়েছেন।

করোনায় আক্রান্ত ওই বাংলাদেশি মিলান শহরে বসবাস করেন বলে জানা গেছে। মিলানে প্রথম কোনো বাংলাদেশি এই ভাইরাসে আক্রান্ত হলেন। ইতালিতে প্রায় দুই রঅখ বাংলাদেশি বসবাস করেন।

মিলানের বাংলাদেশ কনসুলেট জেনারেল এক বিজ্ঞপ্তিতে উত্তর ইতালিতে অবস্থানরত বাংলাদেশিদের সতর্কতার সঙ্গে চলাচল করতে আগেই নির্দেশনা দিয়েছেন। সেই মিলানেই প্রথম বাংলাদেশি কোনো নাগরিকের আক্রান্ত হওয়ার ঘটনা ঘটলো।

ইতালিতে হঠাৎ করেই করোনায় মৃতের সংখ্যা বেড়ে গেছে। রোববার পর্যন্ত সেখানে এই ভাইরাসে মারা গিয়েছিল ১৮ জন। কিন্তু মাত্র িএকদিন পরই তা বেড়ে ৫২তে গিয়ে দাঁড়িয়েছে। একই সঙ্গে বেড়েছে করোনায় আক্রান্তের সংখ্যাও।

(দ্য রিপোর্ট/আরজেড/০৩ মার্চ,২০২০)

পাঠকের মতামত:

এ বিভাগের অন্যান্য সংবাদ

SMS Alert

জাতীয় এর সর্বশেষ খবর

জাতীয় - এর সব খবর