thereport24.com
ঢাকা, শনিবার, ৩০ নভেম্বর ২০২৪, ১৬ অগ্রহায়ণ ১৪৩১,  ২৮ জমাদিউল আউয়াল 1446

সু চিকে দেওয়া সম্মাননা ফিরিয়ে নিলো লন্ডন

২০২০ মার্চ ০৬ ২০:৪১:৫১
সু চিকে দেওয়া সম্মাননা ফিরিয়ে নিলো লন্ডন

দ্য রিপোর্ট ডেস্ক: মিয়ানমারের নেত্রি অং সান সু চিকে দেওয়া সম্মাননা ফিরিয়ে নিয়েছে লন্ডন সিটি করপোরেশন। বৃহস্পতিবার এই সম্মাননা ফিরিয়ে নেওয়া হয় বলে জানিয়েছে আল-জাজিরা অনলাইন।

তিন বছর আগে রোহিঙ্গা গণহত্যায় সু চির নির্বিকার ভূমিকার নিন্দা জানিয়ে লন্ডন সিটি করপোরেশনের নির্বাচিত সদস্যরা সম্মাননা ফিরিয়ে নিতে ভোট দিয়েছিলেন।

দ্য সিটি অব লন্ডন করপোরেশনের (সিএলসি) অনারারি ফ্রিডমস কমিটির চেয়ারম্যান ডেভিড উটন বলেছেন, ‘মিয়ানমার যে মানবাধিকার লঙ্ঘন করেছে তার প্রতিফলন হচ্ছে সিটি করপোরেশনের আজকের এই নিন্দা জ্ঞাপন। কমিটির পাঠানোর চিঠির জবাব সু চির না দেওয়া এবং হেগের শুনানিতে মিয়ানমার সরকারের সঙ্গে তার ঘনিষ্ঠ সহযোগিতা সম্মাননা ফিরিয়ে নেওয়ার যুক্তিকে আরো শক্তিশালী করেছে।’

গণতন্ত্রের জন্য সু চির অহিংস লড়াই এবং জনগণের জন্য শান্তিপূর্ণ, নিরাপদ ও স্বাধীন সমাজ প্রতিষ্ঠায় দৃঢ়তার স্বীকৃতি হিসেবে ২০১২ সালে তাকে ‘অনারারি ফ্রিডম’ সম্মাননা দেয় লন্ডন সিটি করপোরেশন।

(দ্য রিপোর্ট/আরজেড/০৬ মার্চ,২০২০)

পাঠকের মতামত:

SMS Alert

বিশ্ব এর সর্বশেষ খবর

বিশ্ব - এর সব খবর