thereport24.com
ঢাকা, শুক্রবার, ২৯ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১,  ২৭ জমাদিউল আউয়াল 1446

চীনে ধসে পড়া কোয়ারেন্টাইন হোটেল থেকে ৪ মরদেহ উদ্ধার

২০২০ মার্চ ০৮ ১২:০৭:৪৩
চীনে ধসে পড়া কোয়ারেন্টাইন হোটেল থেকে ৪ মরদেহ উদ্ধার

দ্য রিপোর্ট ডেস্ক: চীনে করোনাভাইরাস আক্রান্ত রোগীদের জন্য কোয়ারেন্টাইনে রূপান্তর করা হোটেল ভবন ধসের ঘটনায় চারজনের মরদেহ উদ্ধার করা হয়েছে। দেশটির জরুরি ব্যবস্থাপনা কর্তৃপক্ষের বরাতে আন্তর্জাতিক সংবাদমাধ্যম এ খবর প্রকাশ করেছে।

সংবাদমাধ্যমগুলো জানিয়েছে, ধসে পড়া ভবনটি থেকে ৪৭ জনকে জীবিত উদ্ধার করা হয়েছে। এদের মধ্যে পাঁচজনের অবস্থা গুরুতর বা আশঙ্কাজনক। এছাড়া নিখোঁজ রয়েছেন আরো বেশ কয়েকজন।

এদিকে ভবনটি ধসে পড়ার একদিনের মাথায় রোববার (০৮ মার্চ) চাঞ্চল্যকর তথ্য জানিয়েছে সংবাদমাধ্যমগুলো। যাতে বলা হয়েছে, পাঁচতলা ভবনটির প্রথমতলায় গত লুনার নিউইয়ার থেকে সংস্কার কাজ চলছিলো। শুধু তাই নয়, ভবনটি ধসে পড়ার কয়েকমিনিট আগে শ্রমিকরা এর মালিককে একটি পিলারে ত্রুটি থাকার বিষয়ে অবহিত করেছিলেন।

স্থানীয় সময় শনিবার (০৭ মার্চ) সন্ধ্যা সাড়ে ৭টা নাগাদ পাঁচতলা ভবনটি ধসে পড়লে এর ভেতরে অন্তত ৭০ জন আটকা পড়েন।

আন্তর্জাতিক সংবাদমাধ্যমগুলো জানিয়েছে, করোনা রোগীদের জন্য কোয়ারেন্টাইনে রূপান্তর করা হোটেলটি ধসের সময় এর ভেতরে অন্তত ৭০ জন লোক ছিলেন। ধসের ঘটনায় ভবনটির ভেতরে সবাই আটকা পড়েন। খবর পেয়ে দেড় শতাধিক উদ্ধারকর্মী ও ২৬টি ফায়ার ইউনিট ঘটনাস্থলে এসে কাজ শুরু করে। রাতভর ভারী যন্ত্রপাতির মাধ্যমে উদ্ধার অভিযান পরিচালনা করে আটকাপড়াদের মধ্যে ৪৭ জনকে উদ্ধার করেন তারা। এখনও অন্তত ২৩ জন নিখোঁজ রয়েছেন।

(দ্য রিপোর্ট/আরজেড/০৮ মার্চ,২০২০)

পাঠকের মতামত:

SMS Alert

বিশ্ব এর সর্বশেষ খবর

বিশ্ব - এর সব খবর