thereport24.com
ঢাকা, শনিবার, ৮ ফেব্রুয়ারি 25, ২৫ মাঘ ১৪৩১,  ৯ শাবান 1446

মোদির বাংলাদেশ সফর বাতিল

২০২০ মার্চ ০৯ ১৫:৫৯:৩৩
মোদির বাংলাদেশ সফর বাতিল

দ্য রিপোর্ট প্রতিবেদক: বাংলাদেশে করোনাভাইরাস শনাক্ত হওয়ায় ঢাকা সফর বাতিল করেছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। সোমবার মোদির সফর বাতিলের বিষয়টি জানিয়েছে ভারতের সংবাদমাধ্যমগুলো।

এর আগে রবিবার বাংলাদেশে প্রথমবারের মতো করোনাভাইরাস শনাক্ত হয়। তারপরই ১৭ মার্চ জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকীর উদ্বোধনী অনুষ্ঠান কাটছাঁট করার কথা জানায় সরকার। মুজিব জন্মশতবার্ষিকী উদযাপন কমিটির প্রধান সমন্বয়ক কামাল আব্দুল নাসের চৌধুরী জানান, এই উদযাপনের অন্য অনুষ্ঠানগুলো পরিকল্পনা মতোই চলবে। তবে জনসমাগম হবে যেসব অনুষ্ঠানে সেই অনুষ্ঠানগুলো আপাতত এড়িয়ে যাওয়ার সিদ্ধান্ত নেয়া হয়েছে।

তিনি বলেন, আগামী ১৭ মার্চ ঢাকায় জাতীয় প্যারেড গ্রাউন্ডে যে জনসমাগম কর্মসূচি নেয়া হয়েছিল, তা আপাতত স্থগিত করা হয়েছে। পরে এব্যাপারে নতুন তারিখ ঘোষণা করা হবে বলে জানান কামাল আব্দুল নাসের।

ইন্ডিয়া টুডে জানিয়েছে, ইতিমধ্যে ভারতের বিতর্কিত নাগরিকত্ব আইনকে কেন্দ্র করে দিল্লিতে সাম্প্রদায়িক হামলার ঘটনায় ঢাকায় মোদির সফর নিয়ে ক্ষোভ প্রকাশ পাচ্ছিল। এমনকি মোদির সফর বাতিলের দাবিও উঠে। তবে এর মধ্যে ঢাকায় করোনাভাইরাস সংক্রমণের কারণে সেই সফর পিছিয়ে গেল।

(দ্য রিপোর্ট/আরজেড/০৯ মার্চ,২০২০)

পাঠকের মতামত:

এ বিভাগের অন্যান্য সংবাদ

SMS Alert

জাতীয় এর সর্বশেষ খবর

জাতীয় - এর সব খবর