thereport24.com
ঢাকা, শনিবার, ৩০ নভেম্বর ২০২৪, ১৬ অগ্রহায়ণ ১৪৩১,  ২৮ জমাদিউল আউয়াল 1446

করোনাভাইরাসে আক্রান্ত ফ্রান্সের সংস্কৃতিমন্ত্রী

২০২০ মার্চ ১০ ১৯:৪১:৪৮
করোনাভাইরাসে আক্রান্ত ফ্রান্সের সংস্কৃতিমন্ত্রী

দ্য রিপোর্ট ডেস্ক: ফ্রান্সের সংস্কৃতিমন্ত্রী ফ্রঁক রিয়েস্তা নভেল করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন। মঙ্গলবার ফ্রান্সের সংস্কৃতি মন্ত্রণালয়ের কর্মকর্তারা সিএনএনকে একথা জানিয়েছেন।

রোববার তার দেহে ভাইরাসটির সংক্রমণ ধরা পড়ার পর থেকে তিনি নিজেকে গৃহবন্দি করে রেখেছেন বলে মন্ত্রণালয়টি জানিয়েছে।

বিশ্বের যে ১০টি দেশে করোনাভাইরাসের সংক্রমণ সবচেয়ে বেশি ছড়িয়েছে ফ্রান্স তার অন্যতম। ইউরোপের ইতালির পর ফ্রান্সেই আক্রান্তের সংখ্যা সবচেয়ে বেশি।

সিএনএন জানায়, সোমবার একদিনেই দেশটিতে ২৮৬ জন নতুন করে ভাইরাসটিতে আক্রান্ত হয়েছেন। এতে দেশটিতে আক্রান্তের মোট সংখ্যা এক হাজার ৪১২ জনে দাঁড়িয়েছে বলে দেশটির জনস্বাস্থ্য বিভাগের পরিচালক জেরম সালোমন জানিয়েছেন।

চীনের মধ্যাঞ্চলীয় শহর উহান থেকে ছড়ানো এই প্রাণঘাতী ভাইরাসটিতে ফ্রান্সে এ পর্যন্ত অন্তত ৩০ জনের মৃত্যু হয়েছে।

ফ্রান্সের প্রতিবেশী দেশ ইতালিতে করোনাভাইরাসে মৃতের সংখ্যা ৩৬৬ জন থেকে বেড়ে হয়েছে ৪৬৩। আক্রান্তের সংখ্যা ৯ হাজার ১৭২ জনে দাঁড়িয়েছে। চীনের মূল ভূখণ্ড বাদ দিলে আক্রান্ত ও মৃতের সংখ্যা ইতালিতেই সবচেয়ে বেশি।

নতুন রোগী ও মৃতের সংখ্যা বাড়তে থাকায় পুরো ইতালিতে চলাচলের ওপর কড়াকড়ি আরোপের পাশাপাশি জনসমাগম নিষিদ্ধ করার মত কঠোর পদক্ষেপ নিয়েছে দেশটির সরকার।

ফ্রান্সের আরো দুই প্রতিবেশী দেশেও উল্লেখযোগ্য মাত্রায় ছড়াচ্ছে ভাইরাসটি। স্পেনে ভাইরাসটিতে এক হাজার ২০৪ জন আক্রান্ত হয়েছেন ও মারা গেছে ২৮ জন আর জার্মানিতে আক্রান্ত ১১১২ জন ও মারা গেছে দুই জন।

ফ্রান্সের সঙ্গে সড়ক যোগাযোগ থাকা দ্বীপদেশ যুক্তরাজ্যে আক্রান্ত ২৭৩ আর মৃত্যু হয়েছে পাঁচ জনের। ইউরোপের অন্যান্য দেশেগুলোর মধ্যে সুইজারল্যান্ড ও নেদারল্যান্ডে ভাইরাসটিতে আক্রান্ত আরও দুই জনের মৃত্যু হয়েছে।

(দ্য রিপোর্ট/আরজেড/১০মার্চ,২০২০)

পাঠকের মতামত:

SMS Alert

বিশ্ব এর সর্বশেষ খবর

বিশ্ব - এর সব খবর