thereport24.com
ঢাকা, বৃহস্পতিবার, ২৩ জানুয়ারি 25, ৯ মাঘ ১৪৩১,  ২৩ রজব 1446

অভিনেতা সন্তু মুখার্জি আর নেই

২০২০ মার্চ ১২ ১১:২৭:৫১
অভিনেতা সন্তু মুখার্জি আর নেই

দ্য রিপোর্ট ডেস্ক: ভারতীয় বাংলা সিনেমার বর্ষীয়ান অভিনেতা সন্তু মুখার্জি মারা গেছেন। তার বয়স হয়েছিল ৬৯।

শ্বাসকষ্টজনিত সমস্যায় গত ৪ ফেব্রুয়ারি একটি বেসরকারি হাসপাতালে তাকে ভর্তি করা হয়েছিল। তার রক্তে হিমোগ্লোবিনের মাত্রা অনেকটাই কমে গিয়েছিল বলে জানা যায়। এছাড়া দীর্ঘদিন ধরে হাইপারটেনশন ও ব্লাড সুগারের সমস্যায় ভুগছিলেন। বেশ কয়েকদিন হাসপাতালে থাকার পর তিনি বাড়ি ফেরেন। বুধবার সন্ধ্যায় কলকাতার গলফগ্রীনে নিজ বাসভবনে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।

ছোটবেলা থেকেই সন্তু মুখার্জির অভিনয়ের প্রতি প্রবল আগ্রহ ছিল। উচ্চমাধ্যমিক পর্যন্ত লেখাপড়া করেন। এরপর নাচ ও রবীন্দ্রসংগীতে পাঠ নেন। মাত্র ২৪ বছর বয়সে রুপালি জগতে পা রাখেন। ১৯৭৫ সালে প্রখ্যাত পরিচালক তপন সিনহার ‘রাজা’ সিনেমার মাধ্যমে তার সিনেমায় অভিষেক ঘটে।

এরপর আর পেছন ফিরে তাকাননি তিনি। ‘সংসার সীমান্তে’, ‘হারমোনিয়াম’, ‘গণদেবতা’, ‘দেবদাস’, ‘ভালোবাসা ভালোবাসা’, ‘প্রেম বন্ধন’, ‘বিদ্রোহী’, ‘পরশমণি’সহ অসংখ্য সিনেমায় অভিনয় করেছেন। পাশাপাশি ‘কুসুমদোলা’, ‘জলনূপুর’ ‘ইষ্টিকুটুম’, ‘অন্দরমহল’ টিভি সিরিয়ালেও তাকে দেখা গেছে। গত বছর ‘সাঁঝবাতি’ সিনেমায় শেষবার বড় পর্দায় হাজির হন তিনি।

সন্তু মুখার্জির দুই মেয়ে— অভিনেত্রী স্বস্তিকা মুখার্জি ও মেকআপ ডিজাইনার অজপা মুখার্জি।

(দ্য রিপোর্ট/আরজেড/১২মার্চ,২০২০)

পাঠকের মতামত:

SMS Alert

জলসা ঘর এর সর্বশেষ খবর

জলসা ঘর - এর সব খবর