thereport24.com
ঢাকা, বৃহস্পতিবার, ২৭ ফেব্রুয়ারি 25, ১৪ ফাল্গুন ১৪৩১,  ২৮ শাবান 1446

বন্ধুর বাড়িতে ভিকি-ক্যাটরিনা!

২০২০ মার্চ ১৪ ২০:০০:৩১
বন্ধুর বাড়িতে ভিকি-ক্যাটরিনা!

দ্য রিপোর্ট ডেস্ক: এ সময়ের আলোচিত জুটি ভিকি কৌশল ও ক্যাটরিনা কাইফ। বেশ কিছুদিন ধরেই বলিপাড়ায় তাদের প্রেম নিয়ে কানাকানি চলছে। এবার বন্ধুর বাড়িতে দেখা গেল তাদের।

গতকাল শুক্রবার রাতে নির্মাতা আরতি শেঠির বাড়িতে দেখা যায় ভিকি ও ক্যাটরিনাকে। আরতি এই জুটির বন্ধু। যদিও নিজ নিজ গাড়িতে সেখানে আসেন তারা। এ সময় হাসিমুখেই পাপারাজ্জিদের ক্যামেরায় বন্দি হন তারা। গুঞ্জন উঠেছে, এবার পর্দায় জুটি বেঁধে অভিনয় করবেন ক্যাটরিনা ও ভিকি।
ভিকি ও ক্যাটরিনার প্রেমের গুঞ্জনের শুরু

‘কফি উইথ করন’ অনুষ্ঠানের ষষ্ঠ আসরের একটি পর্ব প্রচারের পর থেকে এই জুটির বিষয়টি প্রথম আলোচনায় আসে। এতে ক্যাটরিনার প্রতি ভালো লাগার কথা জানান ভিকি। পাশাপাশি এই অভিনেত্রীর সঙ্গে অভিনয়ের ইচ্ছা প্রকাশ করেন। এরপর একটি অ্যাওয়ার্ড অনুষ্ঠানের মঞ্চে মজার ছলে ক্যাটরিনাকে বিয়ের প্রস্তাব দেন এই অভিনেতা। সামাজিক যোগযোগমাধ্যমে দৃশ্যটি ভাইরাল হলে তাদের নিয়ে আলোচনা শুরু হয়।

এরপর গত বছর দীপাবলী উপলক্ষে আয়োজিত একটি পার্টিতে তারা একসঙ্গে হাজির হলে বলিপাড়ায় গুঞ্জন শুরু হয়। এখানেই শেষ নয়, এর কয়েকদিন পরেই একসঙ্গে নৈশভোজে গিয়ে প্রেমের গুঞ্জন আরো উসকে দেন তারা।
হোলি পার্টিতে ক্যাটরিনা ও ভিকি

সম্প্রতি হোলি পার্টির আয়োজন করেন ইশা আম্বানি। এতে বলিউডের প্রথম সারির অনেক তারকা উপস্থিত ছিলেন। এই পার্টিতে ভিকি-ক্যাটরিনাও ছিলেন। পরবর্তী সময়ে পার্টির ছবি ও একটি ভিডিও ক্লিপ ফটো শেয়ারিং সাইট ইনস্টাগ্রামে পোস্ট করে প্রিয়াঙ্কা চোপড়ার স্বামী মার্কিন গায়ক নিক জোনাস। ভিডিওটির একটি অংশে একসঙ্গে নাচতে দেখা গেছে ভিকি-ক্যাটরিনাকে। এছাড়া সামাজিক যোগামাধ্যমে এই জুটির একসঙ্গে হোলি উদযাপনের কিছু ছবিও ভাইরাল হয়। সবমিলিয়ে ফের এই জুটির প্রেম নিয়ে আলোচনা শুরু হয়।
ভিকি ও ক্যাটরিনার সিনেমা

ভিকি কৌশল অভিনীত সর্বশেষ সিনেমা ভূত পার্ট ওয়ান: দ্য হন্টেড শিপ। বর্তমানে তার হাতে রয়েছে একাধিক সিনেমার কাজ। উধাম সিং, তখত সিনেমায় তাকে দেখা যাবে। অন্যদিকে ক্যাটরিনার সর্বশেষ সিনেমা ভারত। আগামী ২৪ মার্চ তার সূর্যবংশী সিনেমাটি মুক্তির কথা ছিল। তবে করোনাভাইরাস আতঙ্কের কারণে সিনেমাটির মুক্তি পেছানো হয়েছে বলে জানা গেছে।

(দ্য রিপোর্ট/আরজেড/১৪মার্চ,২০২০)

পাঠকের মতামত:

SMS Alert

জলসা ঘর এর সর্বশেষ খবর

জলসা ঘর - এর সব খবর