thereport24.com
ঢাকা, বৃহস্পতিবার, ২৭ ফেব্রুয়ারি 25, ১৪ ফাল্গুন ১৪৩১,  ২৮ শাবান 1446

বঙ্গবন্ধুকে উৎসর্গ করা হলো শাকিব-বুবলীর ‘বিদ্রোহী’

২০২০ মার্চ ১৭ ১০:৫৮:২৭
বঙ্গবন্ধুকে উৎসর্গ করা হলো শাকিব-বুবলীর ‘বিদ্রোহী’

দ্য রিপোর্ট প্রতিবেদক: করোনা ভাইরাসের আতঙ্কে ১৮ মার্চ থেকে ৩১ মার্চ পর্যন্ত বন্ধ থাকবে দেশের সব সিনেমা হল। স্বাস্থ্যঝুঁকির কারণে সিনেমা হলগুলো বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছে চলচ্চিত্র প্রদর্শক সমিতি। সুখবর হলো এই করোনা আতঙ্কের মধ্যেই মুক্তির অনুমতি পেলো শাহিন সুমন পরিচালিত শাকিব খান ও বুবলী জুটির নতুন সিনেমা ‌‌‘বিদ্রোহী’।

সোমবার সেন্সর বোর্ডের ছাড়পত্র পেয়েছে সিনেমাটি। বিষয়টি নিশ্চিত করেছেন পরিচালক নিজেই। ১৭ মার্চ থেকে সারাদেশে পালিত হবে মুজিব বর্ষের আয়োজন। এ উপলক্ষে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে উৎসর্গ করা হচ্ছে ‘বিদ্রোহী’।

পরিচালক শাহিন সুমন বলেন, ‘মুজিববর্ষ উপলক্ষে আমাদের ছবি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে উৎসর্গ করছি। খুশির খবর হলো ছবিটি সেন্সর ছাড় পেয়েছে। আসছে ঈদুল ফিতরে ছবিটি মুক্তি দেওয়ার পরিকল্পনা আছে।’

‘বিদ্রোহী’ সিনেমাটি প্রযোজনা করেছে শাপলা মিডিয়া। এ ছবিতে বিভিন্ন চরিত্রে আরো অভিনয় করেছেন নবাগত মৃদুলা, সাদেক বাচ্চু, মিশা সওদাগর, অমিত হাসান, শিবা সানু, ডন, সাবেরী আলম প্রমুখ।

(দ্য রিপোর্ট/আরজেড/১৭মার্চ,২০২০)

পাঠকের মতামত:

SMS Alert

জলসা ঘর এর সর্বশেষ খবর

জলসা ঘর - এর সব খবর