thereport24.com
ঢাকা, বৃহস্পতিবার, ২৭ ফেব্রুয়ারি 25, ১৪ ফাল্গুন ১৪৩১,  ২৮ শাবান 1446

করোনায় আক্রান্ত অভিনেতা ইদ্রিস এলবা

২০২০ মার্চ ১৮ ১০:২৩:২৮
করোনায় আক্রান্ত অভিনেতা ইদ্রিস এলবা

দ্য রিপোর্ট ডেস্ক: করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন হলিউড অভিনেতা ইদ্রিস এলবা। গতকাল সোমবার টুইট বার্তায় এ খবর জানিয়েছেন তিনি।

টুইটে এ অভিনেতা লিখেছেন—আজ (সোমবার) সকালে কোভিড ১৯ পরীক্ষা করানোর পর তার ফলাফল পজিটিভ এসেছে। আমি ঠিক আছি। এ রোগের কোনো লক্ষণ আমার মধ্যে নেই। কিন্তু ভাইরাসের উপস্থিতি জানার পর আইসোলেশনে রয়েছি। আপনারা চিন্তিত হবেন না। সবাই বাড়িতে থাকুন।

টুইটারের একটি ভিডিও পোস্ট করেছেন ইদ্রিস। এসময় তার সঙ্গে ছিলেন স্ত্রী সাবরিনা ডৌরি। তবে তিনি কোনো পরীক্ষা করেননি। তিনি ভালো আছেন বলেই মনে করছেন।

অন্যদিকে অস্কারজয়ী হলিউড অভিনেতা টম হ্যাঙ্কস ও তার স্ত্রী অভিনেত্রী রিটা উইলসন করোনায় আক্রান্ত হয়েছেন। তবে হ্যাঙ্কস ভক্তদের জন্য সুখবর হলো—সুস্থ রয়েছেন টম হ্যাঙ্কস ও তার স্ত্রী রিটা উইলসন। অস্ট্রেলিয়ার কুইনসল্যান্ড হাসপাতাল থেকে ছাড়পত্র পেয়েছেন তারা। আপাতত অস্ট্রেলিয়াতে একটি ভাড়া বাড়িতে সেলফ কোয়ারেন্টাইনে রয়েছেন এই দম্পতি।

(দ্য রিপোর্ট/আরজেড/১৮মার্চ,২০২০)

পাঠকের মতামত:

SMS Alert

জলসা ঘর এর সর্বশেষ খবর

জলসা ঘর - এর সব খবর