thereport24.com
ঢাকা, বৃহস্পতিবার, ২৭ ফেব্রুয়ারি 25, ১৪ ফাল্গুন ১৪৩১,  ২৮ শাবান 1446

এবার আইসোলেশনে জিৎ-মিমি

২০২০ মার্চ ১৯ ১৪:২২:০৬
এবার আইসোলেশনে জিৎ-মিমি

দ্য রিপোর্ট ডেস্ক: সিনেমার শুটিংয়ে লন্ডন ছিলেন ওপার বাংলার দুই তারকা শিল্পী জিৎ ও মিমি চক্রবর্তী। আজ বুধবার সকালে লন্ডন থেকে শুটিং রেখেই কলকাতায় ফিরলেন এই দুই শিল্পী। তারকা বলে কোন ছাড় নেই। বিমানবন্দরে নেমেই এয়ারপোর্ট কর্তৃপক্ষের করোনা সংক্রান্ত সব ধরনের পরীক্ষার মুখোমুখি হতে হয় তাঁদেরকে। সব পরীক্ষায় পাশ করেই তাঁরা বিমানবন্দর ছেড়েছেন।

সংবাদমাধ্যমকে উভয়েই জানিয়েছেন, সরকারি নিয়ম মেনে কিছু দিনের জন্য তাঁরা বাড়িতেই ‘সেল্ফ আইসোলেশন’ -এ থাকার সিদ্ধান্ত নিয়েছেন।

সকালে ভারতীয় গণমাধ্যমে মিমি বলেন, “দেশের মানুষ আমায় নিয়ে এত চিন্তা করছিলেন যে আমি নিজেই নিজেকে নিয়ে চিন্তায় পড়ে গিয়েছিলাম। কিন্তু আমি একদম ঠিক আছি। চিন্তা করার কিছু নেই। কড়া সতর্কতায় নিজেকে মুড়ে ফেলেছিলাম।”

শুধু তাই নয়, এই ব্যাপারে সকলেই যাতে সরকারি নিয়মবিধি মেনে চলেন সে কথাও উঠে এল কথোপকথনে। পাশাপাশি সংবাদমাধ্যমের কর্মীদেরকেও সাবধানে থাকার পরামর্শ দিলেন অভিনেত্রী সাংসদ৷

(দ্য রিপোর্ট/আরজেড/১৯মার্চ,২০২০)

পাঠকের মতামত:

SMS Alert

জলসা ঘর এর সর্বশেষ খবর

জলসা ঘর - এর সব খবর