thereport24.com
ঢাকা, শনিবার, ৩০ নভেম্বর ২০২৪, ১৬ অগ্রহায়ণ ১৪৩১,  ২৮ জমাদিউল আউয়াল 1446

করোনা: ছয় মাস বিনামূল্যে চাল দেবে মমতা সরকার

২০২০ মার্চ ২১ ১০:১৯:৪৮
করোনা: ছয় মাস বিনামূল্যে চাল দেবে মমতা সরকার

দ্য রিপোর্ট ডেস্ক: করোনাভাইরাস আতঙ্কে প্রভাব পড়েছে স্বাভাবিক জনজীবনে। সেজন্য আগামী সেপ্টেম্বর পর্যন্ত বিনামূল্য দেবে ভারতের পশ্চিমবঙ্গের রাজ্য সরকার। শুক্রবার একথা ঘোষণা করেছেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এর আগে এই চাল দুই টাকা কেজি দামে রেশন দোকান থেকে কিনতে পারতেন রাজ্যের মানুষ।

বিশ্বের অন্যান্য দেশের মতো ভারতেও করোনাভাইরাস পরিস্থিতি ভয়াবহ হচ্ছে। দেশটিতে করোনায় আক্রান্ত হয়েছেন ২৪৯ জন এবং নিহত হয়েছেন ৫ জন।

এমন অবস্থায় মমতা বন্দ্যোপাধ্যায় বলেন, করোনাভাইরাস নিয়ে পরিস্থিতি সামাল দিতে রেশন দোকান থেকে ৭ কোটি ৮৫ লক্ষ মানুষকে সেপ্টেম্বর মাস পর্যন্ত বিনামূল্যে চাল-গম দেওয়া হবে।

এদিন কেন্দ্রীয় নরেন্দ্র মোদি সরকারের বিরুদ্ধে ফের বঞ্চনার অভিযোগ করেন মমতা। তিনি বলেন, কেন্দ্রের থেকে কোনো সাহায্য মিলছে না। স্টেট ইমারজেন্সি রিলিফ ফান্ড তৈরি করা হচ্ছে সোমবার থেকে। যারা স্বেচ্ছায় করোনার জন‍্য সাহায্য করতে চান তারা এই ফান্ডে সাহায্য করতে পারেন।

(দ্য রিপোর্ট/আরজেড/২১মার্চ,২০২০)

পাঠকের মতামত:

SMS Alert

বিশ্ব এর সর্বশেষ খবর

বিশ্ব - এর সব খবর