thereport24.com
ঢাকা, বৃহস্পতিবার, ২৩ জানুয়ারি 25, ৯ মাঘ ১৪৩১,  ২৩ রজব 1446

স্বেচ্ছায় কোয়ারেন্টাইনে রুনা লায়লা

২০২০ মার্চ ২২ ১৫:৩৩:৫৩
স্বেচ্ছায় কোয়ারেন্টাইনে রুনা লায়লা

দ্য রিপোর্ট ডেস্ক: কিছুদিন আগে লন্ডনে মেয়ের সঙ্গে সাক্ষাৎ করতে গিয়েছিলেন উপমহাদেশের কিংবদন্তি কণ্ঠশিল্পী রুনা লায়লা। সম্প্রতি দেশে ফিরেছেন এই বাংলাদেশি সংগীত আইকন। লন্ডন থেকেই ফিরেই তিনি স্বেচ্ছায় কোয়ারেন্টাইনে রয়েছেন। শনিবার ফেসবুকে একটি স্ট্যাটাস দিয়ে এ কথা জানান স্বয়ং রুনা লায়লা। পাশাপাশি তিনি বিদেশফেরত অন্যদেরও কোয়ারেন্টাইনে থাকার পরামর্শ দিয়েছেন।

ওই পোস্টে গায়িকা লিখেন, ‘করোনাভাইরাসের কারণে পুরো পৃথিবী এখন একটা সংকটময় পরিস্থিতি পার করছে। আমাদের সবাইকে এই ভাইরাসের ভয়াবহতা উপলব্ধি করতে হবে। একে প্রতিরোধের সব পদক্ষেপ নিতে হবে। শুধু নিজেকে নয়, চারপাশের সবাইকে বিষয়টি সম্পর্কে সচেতন করতে হবে। ঘরে এবং বাইরে আমাদের সবাইকে সরকারের নির্দেশনা ও বিশেষজ্ঞ চিকিৎসকের নিয়মকানুন মেনে চলতে হবে।’

কোয়ারেন্টাইনে থাকা প্রসঙ্গে রুনা লায়লা লিখেন, ‘যুক্তরাজ্য থেকে ফেরার পর শরীরে কোনো ধরনের উপসর্গ না থাকা সত্ত্বেও আমি স্বেচ্ছায় আমার পরিবার এবং গৃহকর্মীদের নিয়ে ১৪ দিনের হোম কোয়ারেন্টাইনের নির্দেশ মেনে চলছি। আমার পরিবারের অন্য সদস্য এবং স্টাফরা এই নিয়ম মেনে চলছে। সবাই একবার ভাবুন, সতর্ক থাকুন এবং সবকিছু থেকে নিজেকে নিরাপদে রাখুন, অন্যদেরও নিরাপদে রাখুন। সৃষ্টিকর্তা সবার মঙ্গল করুন।’

বাংলাদেশে করোনাভাইরাসে সরকারিভাবে এ পর্যন্ত দুইজনের মৃত্যুর খবর নিশ্চিত করা হয়েছে। আক্রান্তের সংখ্যা ২৪ জন। প্রাতিষ্ঠানিক এবং হোম কোয়ারেন্টাইনে রয়েছেন বহু মানুষ। এই পরিস্থিতে বিদেশ থেকে আসা প্রবাসীদের কোয়ারেন্টাইনে থাকার অনুরোধ জানানো হচ্ছে। সেই অনুরোধ মেনে ইতোমধ্যে রুনা লায়লা ছাড়াও বিদেশ থেকে আসা অনেক তারকা কোয়ারেন্টাইনে রয়েছেন।

(দ্য রিপোর্ট/আরজেড/২২মার্চ,২০২০)

পাঠকের মতামত:

SMS Alert

জলসা ঘর এর সর্বশেষ খবর

জলসা ঘর - এর সব খবর