thereport24.com
ঢাকা, শনিবার, ৩০ নভেম্বর ২০২৪, ১৬ অগ্রহায়ণ ১৪৩১,  ২৮ জমাদিউল আউয়াল 1446

কোয়ারান্টাইনে মার্কেল

২০২০ মার্চ ২৩ ১১:১৩:১৭
কোয়ারান্টাইনে মার্কেল

দ্য রিপোর্ট ডেস্ক: বিশ্বব্যাপী ছড়িয়ে পড়া করোনাভাইরাস ব্যাপক হারে ছড়িয়ে পড়েছে জার্মানিতে। দেশটিতে করোনার রুখতে সাধারণ মানুষকে ঘরে থাকতে বলা হয়েছে। এমন অবস্থায় এবার কোয়ারেন্টাইনে থাকার ঘোষণা দিয়েছেন জার্মানির চ্যান্সেলর অ্যাঙ্গেলা মার্কেল। তার মুখপাত্র স্টেফান সাইবার্ট এ তথ্য নিশ্চিত করেছেন। খবর এএফপির

শুক্রবার যে ডাক্তার তার স্বাস্থ্য পরীক্ষা করেছেন তিনি নিজেই করোনাভাইরাসে আক্রান্ত হিসেবে শনাক্ত হয়েছেন৷ সেকারণেই এমন সিদ্ধান্ত নিয়েছেন মার্কেল৷

সাইবার্ট বিবৃতিতে বলেন, চ্যান্সেলর নিজেই ঘরে কোয়ারান্টাইনে থাকার সিদ্ধান্ত নিয়েছেন৷ সামনের দিনগুলোতে তাকে নিয়মিত পরীক্ষা করা হবে৷ এই সময়ে তিনি ঘর থেকেই অফিসের কাজ করবেন৷

এর আগে সরকার প্রধানদের মধ্যে করোনাভাইরাসের কারণে কোয়ারেন্টাইনে রয়েছেন কানাডার প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডো। তার স্ত্রী করোনায় আক্রান্ত হওয়ায় তিনি কোয়ারেন্টাইনে থেকে অফিস করছেন।

(দ্য রিপোর্ট/আরজেড/২৩মার্চ,২০২০)

পাঠকের মতামত:

SMS Alert

বিশ্ব এর সর্বশেষ খবর

বিশ্ব - এর সব খবর