thereport24.com
ঢাকা, রবিবার, ১২ জানুয়ারি 25, ২৯ পৌষ ১৪৩১,  ১২ রজব 1446

রংপুরের পীরগাছায় ট্রেনের ইঞ্জিনের ধাক্কায় নিহত ৪

২০২০ মার্চ ৩০ ১৯:৫৯:২৪
রংপুরের পীরগাছায় ট্রেনের ইঞ্জিনের ধাক্কায় নিহত ৪

রংপুর প্রতিনিধি: রংপুরের পীরগাছায় ট্রেনের ইঞ্জিনের ধাক্কায় ব্যাটারিচালিত অটোরিকশার চার যাত্রী নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও দুইজন। আহতদের রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

সোমবার দুপুর ১টার দিকে উপজেলার অন্নদানগর রেলস্টেশন এলাকায় এ দুর্ঘটনা ঘটে। তবে তাৎক্ষণিকভাবে হতাহতদের নাম-পরিচয় জানা যায়নি।

পীরগাছা থানার ডিউটি অফিসার এএসআই ফিরোজ খান ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

তিনি বলেন, দুপুর দেড়টার দিকে আমাদের কাছে দুর্ঘটনার খবর আসে। ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে।

পীরগাছার অন্নদানগর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আমিনুল ইসলাম দুর্ঘটনা চারজন নিহতের বিষয়টি নিশ্চিত করেছেন।

(দ্য রিপোর্ট/আরজেড/৩০মার্চ,২০২০)

পাঠকের মতামত:

এ বিভাগের অন্যান্য সংবাদ

SMS Alert

জেলার খবর এর সর্বশেষ খবর

জেলার খবর - এর সব খবর