thereport24.com
ঢাকা, বৃহস্পতিবার, ১৬ জানুয়ারি 25, ৩ মাঘ ১৪৩১,  ১৬ রজব 1446

কড়া জবাব দিলেন যুবরাজ

২০২০ এপ্রিল ০২ ০৯:৩৮:৩৫
কড়া জবাব দিলেন যুবরাজ

দ্য রিপোর্ট ডেস্ক: পাকিস্তানে করোনা ভাইরাসে আক্রান্ত মানুষদের সহায়তায় কাজ করেছেন শহীদ আফ্রিদি। আর শহীদ আফ্রিদিকে সাহায্য করার জন্য নিজের টুইটার অ্যাকাউন্টে একটি আর্জি জানিয়েছিলেন সাবেক ভারতীয় খেলোয়াড় যুবরাজ সিং। কিন্তু যুবরাজের এই বার্তাটি ভালোভাবে নেয়নি ভারতীয় ক্রিকেট সমর্থকরা। তারা টুইটারে তার তীব্র সমালোচনা করেন। এমনকি কেউ কেউ মন্তব্য করে যে যুবরাজ তাদের মন থেকে পর্যন্ত উঠে গেছে।

ভারতীয় সমর্থকদের এমন বাড়াবাড়ির কড়া জবাব দিয়েছেন যুবরাজ সিং। তিনি জানিয়েছেন, মানবতার খাতিরে তিনি যেখানে যা প্রয়োজন তাই করবেন। নিজেরট টুইটার অ্যাকাউন্টে যুবরাজ বলেন, আমি বুঝি না ক্ষতিগ্রস্তদের সাহায্য করার জন্য একটা আর্জি কেন মানুষ অন্যভাবে নিলো। এটির মাধ্যমে আমি ভারত পাকিস্তান উভয় দেশেই একটি বার্তা দিতে চেয়েছি। আর তা হলো মানুষকে সাহায্য করা। কারো অনুভুতিতে আঘাত দেয়ার আমার উদ্দেশ্য ছিল না। তিনি আরো বলেন, ‘আমি একজন ভারতীয়। আর আমি সবসময়ই মানবতার পাশে দাঁড়াবো।’

(দ্য রিপোর্ট/আরজেড/০২এপ্রিল,২০২০)

পাঠকের মতামত:

SMS Alert

খেলা এর সর্বশেষ খবর

খেলা - এর সব খবর