thereport24.com
ঢাকা, শুক্রবার, ২৭ ডিসেম্বর ২০২৪, ১৩ পৌষ ১৪৩১,  ২৫ জমাদিউস সানি 1446

‘সংলাপ এবং সর্বদলীয় সরকার এখন বড় চ্যালেঞ্জ’

২০১৩ নভেম্বর ১০ ১৬:০২:৫৯
‘সংলাপ এবং সর্বদলীয় সরকার এখন বড় চ্যালেঞ্জ’

দিরিপোর্ট২৪ প্রতিবেদক : দুই নেত্রীর সংলাপ এবং সর্বদলীয় সরকার ব্যবস্থা সফল করা এখন সবচেয়ে বড় চ্যালেঞ্জ বলে জানিয়েছেন তথ্যমন্ত্রী ও জাতীয় সমাজতান্ত্রিক দলের (জাসদ) সভাপতি হাসানুল হক ইনু।

জাতীয় প্রেস ক্লাবের কনফারেন্স লাউঞ্জে বঙ্গবন্ধু একাডেমি আয়োজিত এক আলোচনা সভায় রবিবার দুপুরে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

হাসানুল হক ইনু বলেন, ‘আমাদের সামনে এখন ৪টি চ্যালেঞ্জ রয়েছে। সকল দলকে সঙ্গে নিয়ে নির্বাচন করা। বিরোধী দলের নাশকতা থেকে সমাজ ও রাষ্ট্রকে রক্ষা করা। রাষ্ট্র থেকে যুদ্ধাপরাধী, জঙ্গীবাদ, জামায়াতের সন্ত্রাস নির্মূল করা এবং তেঁতুল হুজুরদের নিয়ন্ত্রণ করা আমাদের জন্য অন্যতম চ্যালেঞ্জ।’

শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের সমালোচনা করে তিনি বলেন, ‘জিয়ার কারণেই গণতন্ত্র বন্দি হয়েছিল। এরপর গণতন্ত্রকে মুক্ত করার জন্য আমরা অনেক সংগ্রাম করেছি। কখনো একাও সংগ্রাম করেছি। কিন্তু এখন পর্যন্ত গণতন্ত্রকে পুরোপুরি নিরাপদ করতে পারিনি। সামরিক শাসকরা এখনো ক্ষমতা দখলের আশায় মাথাচাড়া দিয়ে ওঠে।’

নাশকতা, সংঘাত ও সংঘর্ষের পথ পরিহার করে সংলাপের মাধ্যমে নির্বাচনে আসার জন্য বিএনপির প্রতি আহ্বান জানান জাসদ সভাপতি।

তিনি বলেন, ‘সংলাপের পথ এখনো খোলা আছে। জেএসসি পরীক্ষা চলছে। পরীক্ষার্থীদের দুর্ভোগ বাড়াবেন না। আপনারা নৈরাজ্যের পথ পরিহার করুন।’

চিত্তরঞ্জন দাসের সভাপতিত্বে আলোচনা সভায় আরও বক্তব্য রাখেন ব্যারিস্টার জাকির আহমেদ, অ্যাডভোকেট শহীদুর রহমান, আমির হোসেন আক্তার, হাজী মো. সেলিম ও হুমায়ুন কবির মিজি প্রমুখ।

(দিরিপোর্ট২৪/এসআর/এমডি/নভেম্বর ১০, ২০১৩)

পাঠকের মতামত:

এ বিভাগের অন্যান্য সংবাদ

SMS Alert

রাজনীতি এর সর্বশেষ খবর

রাজনীতি - এর সব খবর