thereport24.com
ঢাকা, শনিবার, ৩০ নভেম্বর ২০২৪, ১৬ অগ্রহায়ণ ১৪৩১,  ২৮ জমাদিউল আউয়াল 1446

নিউইয়র্কে ৩ দিনে আরও ২১ বাংলাদেশির মৃত্যু

২০২০ এপ্রিল ০৯ ০৯:১৬:৩৯
নিউইয়র্কে ৩ দিনে আরও ২১ বাংলাদেশির মৃত্যু

দ্য রিপোর্ট ডেস্ক: করোনাভাইরাসে নিউইয়র্কে গত ৩ দিনে আরও ২১ বাংলাদেশি মারা গেছেন। নিউইয়র্ক স্থানীয় সময় গত শনিবার থেকে মঙ্গলবার রাত ১০টা পর্যন্ত তাদের মৃত্যু হয়। এ তালিকায় বাংলাদেশ সোসাইটির সভাপতি ও কার্যকরী সংসদের একজন সদস্যও রয়েছেন।

এ নিয়ে নিউইয়র্কে অন্তত ৭৯ জনসহ গত ১৯ দিনে যুক্তরাষ্ট্রে ৯১ বাংলাদেশির মৃত্যুর সংবাদ পাওয়া গেছে।

নিউইয়র্কে করোনায় বেশি সংক্রমিত এলাকাগুলোর মধ্যে রয়েছে- জ্যাকসন হাইটস, করোনা ফ্লাশিং, জ্যামাইকা ও ব্রুকলিনের কয়েকটি এলাকা। এসব জায়গায়, বিশেষ করে, জ্যাকসন হাইটস ও জ্যামাইকাতে বাংলাদেশিদের সংখ্যা অনেক।

গণমাধ্যমের তথ্য মতে, নিউইয়র্কে সামাজিক দূরত্ব কার্যকর করতে এক সঙ্গে একের বেশি মানুষের চলাচল কমানোর জন্য এত দিন পর্যন্ত জরিমানা ছিল ৫০০ ডলার। মঙ্গলবার থেকে তা বাড়িয়ে ১,০০০ ডলার করা হয়েছে। তবে পুলিশ এখনো কঠোরভাবে তা প্রয়োগ করছে না।

প্রসঙ্গত, করোনায় আক্রান্ত হয়ে নিউইয়র্কে এখন পর্যন্ত ৫ হাজার ৪৮৯ জন মানুষ মারা গেছেন। দেশটির অবস্থা এতোটাই ভয়াবহ যে লাশ রাখার জায়গার সংকট পর্যন্ত দেখা দিয়েছে ।

এদিকে বাংলাদেশে করোনা ভাইরাসে এখন পর্যন্ত ২০ জনের মৃত্যু ও ২১৮ জন আক্রান্ত হয়েছেন। এছাড়া সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ৩৩ জন।

(দ্য রিপোর্ট/আরজেড/০৯এপ্রিল,২০২০)

পাঠকের মতামত:

SMS Alert

বিশ্ব এর সর্বশেষ খবর

বিশ্ব - এর সব খবর