thereport24.com
ঢাকা, শনিবার, ৩০ নভেম্বর ২০২৪, ১৬ অগ্রহায়ণ ১৪৩১,  ২৮ জমাদিউল আউয়াল 1446

যুক্তরাষ্ট্রে একদিনে মৃত্যু ২০৩৭, আক্রান্ত ৫ লাখ ছাড়াল

২০২০ এপ্রিল ১১ ০৯:১৬:১৯
যুক্তরাষ্ট্রে একদিনে মৃত্যু ২০৩৭, আক্রান্ত ৫ লাখ ছাড়াল

দ্য রিপোর্ট ডেস্ক: করোনাভাইরাসে কেন্দ্র হয়ে উঠেছে মার্কিন যুক্তরাষ্ট্র। অনেক আগেই আক্রান্তের সংখ্যার দিক দিয়ে বিশ্বের সব দেশকে পেছনে ফেলেছে যুক্তরাষ্ট্র এবার মৃত্যুর সংখ্যায় সবাইকে ছাড়িয়ে যাওয়ার পথে দেশটি। গত ২৪ ঘণ্টায় যুক্তরাষ্ট্রে আরও ২ হাজার ৩৭ জনের মৃত্যু হয়েছে। একই সময়ে নতুন করে আক্রান্ত হয়েছেন ৩০ হাজারের বেশি মানুষ।

গত দুই দিনেও যুক্তরাষ্ট্রে করোনায় প্রায় দুই হাজার করে মানুষের মৃত্যু হয়েছে। যা জানুয়ারিতে করোনার হানা শুরু হওয়ার পর সর্বোচ্চ। এ নিয়ে তিন দিনেই দেশটিতে প্রায় ছয় হাজার মানুষের মৃত্যু হলো।

শনিবার সকাল পর্যন্ত যুক্তরাষ্ট্রে করোনায় মৃত্যুর সংখ্যা ১৮ হাজার ৭৪৭ জন এবং মোট আক্রান্ত হয়েছেন ৫ লাখ ২ হাজার ৮৭৬ জন। এখন পর্যন্ত দেশটিতে করোনা থেকে সুস্থ হয়েছেন ২৭ হাজার ৩১৪ জন। এ তথ্য জানিয়েছে জনস হপকিন্স ইউনিভার্সিটি।

গত ২৪ ঘণ্টায় মৃতদের মধ্যে নিউইয়র্ক সিটিতেই মারা গেছেন ৬৫১ জন। একই সময়ে শহরটিতে আক্রান্ত হয়েছেন ৬ হাজার ৬৮৪ জন। সেখানে এখন পর্যন্ত আক্রান্ত হয়েছেন এক লাখ ৭২ হাজার ৩৫৮ জন। এই এক অঙ্গরাজ্যে করোনায় নিহত হয়েছেন ৭ হাজার ৮৪৪ জন।

এছাড়া নিউ জার্সিতে করোনায় আক্রান্ত ৫৪ হাজার ৫৮৮ এবং মৃত্যু হয়েছে ১৯৩২ জনের। মিশিগানে করোনায় আক্রান্ত ২২ হাজার ৭৮৩ এবং মৃত্যু হয়েছে ১২৮১ জনের।

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এক টুইট বার্তায় বলেছেন, আমরা এই অদৃশ্য শত্রুকে খুব দ্রুত হারিয়ে দেব।

তবে তিনি এর আগে দেশটিতে করোনার ভয়াবহ আঘাতের বিষয়ে সতর্ক করেছিলেন। এছাড়া এক থেকে দুই লাখ লোকের মৃত্যু হতে পারে বলে আশংকা করছে মার্কিন প্রশাসন। সেই অনুযায়ী প্রস্তুতি নিচ্ছে তারা।

শনিবার সকাল পর্যন্ত করোনায় বিশ্বব্যাপী নিহতের সংখ্যা দাঁড়িয়েছে এক লাখ ২ হাজার ৭৩৪ জনে এবং আক্রান্তের সংখ্যা ১৬ লাখ ৯৯ হাজার ৬৩১ জন। অপরদিকে ৩ লাখ ৭৬ হাজার ৩২৭ জন চিকিৎসা শেষে সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন।

(দ্য রিপোর্ট/আরজেড/১১এপ্রিল,২০২০)

পাঠকের মতামত:

SMS Alert

বিশ্ব এর সর্বশেষ খবর

বিশ্ব - এর সব খবর