thereport24.com
ঢাকা, বৃহস্পতিবার, ১৬ মে 24, ২ জ্যৈষ্ঠ ১৪৩১,  ৮ জিলকদ  1445

৩০ এপ্রিল পর্যন্ত বিমানের সব ধরনের ফ্লাইট বাতিল

২০২০ এপ্রিল ১১ ১৯:৩৯:০৯
৩০ এপ্রিল পর্যন্ত বিমানের সব ধরনের ফ্লাইট বাতিল

দ্য রিপোর্ট প্রতিবেদক: বৈশ্বিক মহামারী করোনার প্রাদুর্ভাব এড়াতে আগামী ৩০ এপ্রিল পর্যন্ত অভ্যন্তরীণ ও আন্তর্জাতিক রুটের সব ফ্লাইট বাতিলের ঘোষণা দিয়েছে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স।

শনিবার দুপুরে এক ক্ষুদেবার্তায় বিষয়টি নিশ্চিত করেছে বিমান।

বার্তায় বলা হয়েছে, আগামী ৩০ এপ্রিল পর্যন্ত অভ্যন্তরীণ ও আন্তর্জাতিক সব ফ্লাইট বাতিল করা হয়েছে। এর আগে এপ্রিলের ১৪ তারিখ পর্যন্ত ফ্লাইট বাতিল করেছিল বিমান।

তার আগে বিশ্বের বিভিন্ন দেশে প্রবেশে নিষেধাজ্ঞা জারির কারণে মার্চে অভ্যন্তরীণ ও আন্তর্জাতিক রুটে বিমানের মোট ৬৯৮টি ফ্লাইট বাতিল করে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স। একের পর এক ফ্লাইট বাতিল, বাতিল হওয়া ফ্লাইটের টাকা যাত্রীদের ফেরত দেয়া, বিমানের রক্ষণাবেক্ষণ ও কর্মীদের বেতনের জন্য সরকারের কাছে ৬২৮ কোটি টাকা চেয়েছিল রাষ্ট্রীয় পতাকাবাহী বিমান সংস্থাটি।

(দ্য রিপোর্ট/আরজেড/১১এপ্রিল,২০২০)

পাঠকের মতামত:

এ বিভাগের অন্যান্য সংবাদ

SMS Alert

জাতীয় এর সর্বশেষ খবর

জাতীয় - এর সব খবর