thereport24.com
ঢাকা, শুক্রবার, ২৯ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১,  ২৭ জমাদিউল আউয়াল 1446

করোনায় নিউইয়র্কেই মৃত্যু ছাড়াল ১০ হাজার

২০২০ এপ্রিল ১৪ ০৭:২৮:০০
করোনায় নিউইয়র্কেই মৃত্যু ছাড়াল ১০ হাজার

দ্য রিপোর্ট ডেস্ক: চীনের উহান থেকে ছড়িয়ে পড়া করোনার ভয়াল থাবায় বিপর্যস্ত মার্কিন যুক্তরাষ্ট্র। প্রতিদিন দেশটিতে লাফিয়ে লাফিয়ে বাড়ছে মৃত্যুর সংখ্যা। করোনায় আক্রান্ত এবং মৃত্যুতে এখন সবার শীর্ষে অবস্থান করছে দেশটি। '

তবে দেশটির অন্যান্য সব শহরকে পেছনে ফেলে সর্বোচ্চসংখ্যক মানুষের মৃত্যু হয়েছে নিউইয়র্ক অঙ্গরাজ্যে। দেশটির এই শহরেই মৃতের সংখ্যা এখন ১০ হাজার ৫৬। অন্যদিকে নিউইয়র্কসহ পুরোদেশে করোনায় প্রাণ হারিয়েছে ২২ হাজার ৮৫০ জন।

তবে গত এক সপ্তাহের মধ্যে এই প্রথম সোমবার নিউইয়র্কে প্রাণহানির সংখ্যা সাতশ'র নিচে নেমে এসেছে।

নিউইয়র্কের গভর্নর অ্যান্ড্রু মার্ক কুমো বলেছেন, শহরে গত ২৪ ঘণ্টায় মৃত্যুর হার কমেছে। তবে মৃত্যুর এই সংখ্যা এখনও অনেক বেশি। নতুন সংক্রমণ এবং মৃত্যু ভয়াবহ ব্যথা এবং শোকের বলে মন্তব্য করেছেন তিনি।

নিউইয়র্কের গভর্নর বলেন, এই ভাইরাস নিখুঁত ঘাতক ভাইরাস। গত ২৪ ঘণ্টায় নতুন করে নিউইয়র্কে আরও প্রায় ২ হাজার মানুষ সংক্রমিত হয়েছেন।

সোমবার পর্যন্ত শুধুমাত্র নিউইয়র্কেই ৪ লাখ ৬২ হাজার মানুষের করোনা পরীক্ষা করা হয়েছে। দেশটির স্বাস্থ্য বিভাগের হিসেব মতে, তাদের মধ্যে এক লাখ ৯০ হাজার ২শ ৮৮ জন করোনায় আক্রান্ত হিসাবে শনাক্ত হয়েছে।

এই ভাইরাসে আক্রান্তের দিক থেকে যুক্তরাষ্ট্রের ধারে কাছে নেই কেউ। ওয়ার্ল্ডওমিটারের সবশেষ তথ্য অনুযায়ী, দেশটিতে মোট আক্রান্তের সংখ্যা ৫ লাখ ৮৬ হাজাররেরও বেশি।

যুক্তরাষ্ট্রে এ পর্যন্ত মহামারি করোনায় মোট ২৩ হাজার ৫৯২ জন মারা গেছে। শুধু গত ২৪ ঘণ্টায় আক্রান্তদের মধ্যে আরও ১ হাজার ৪শ ৮৭ জনের মৃত্যু হয়েছে। চিকিৎসায় সুস্থ হয়ে হয়ে উঠেছে ৩৬ হাজার ২০৫ জন।

চিকিৎসাধীন রোগীদের মধ্যে ৭ হাজার ৭শ জনের বেশি মানুষের অবস্থা আশঙ্কাজনক।

(দ্য রিপোর্ট/আরজেড/১৪এপ্রিল,২০২০)

পাঠকের মতামত:

SMS Alert

বিশ্ব এর সর্বশেষ খবর

বিশ্ব - এর সব খবর