thereport24.com
ঢাকা, বুধবার, ২২ জানুয়ারি 25, ৯ মাঘ ১৪৩১,  ২২ রজব 1446

বৈশাখের শুভেচ্ছা জানালেন বলিউড তারকারা

২০২০ এপ্রিল ১৪ ১৪:২৩:১৩
বৈশাখের শুভেচ্ছা জানালেন বলিউড তারকারা

দ্য রিপোর্ট ডেস্ক: বাংলা নববর্ষের প্রথম দিন আজ। করোনাভাইরাসের কারণে বিশেষ দিনটি সবার ঘরেই কাটছে। তবে সামাজিক যোগাযোগমাধ্যমে পরস্পরের সঙ্গে নতুন বছরের শুভেচ্ছা জানাচ্ছেন সবাই।

বলিউড তারকারাও বৈশাখের শুভেচ্ছা জানিয়েছেন। চলুন দেখে নিই নতুন বছরের শুভেচ্ছা জানিয়ে তারা কী বললেন।

ফটো শেয়ারিং সাইটে তার একটি ছবি পোস্ট করে অমিতাভ বচ্চন লিখেছেন, ‘বৈশাখীর মতো শুভ উৎসবে সবাইকে বারবার অভিনন্দন। এই দিনের মতো প্রতিদিন শুভ হোক, এটিই আমাদের সকলের প্রার্থনা। আনন্দঘন মুহূর্ত ও মধুর জীবন ঘরেই উদযাপন করুন। শান্তি চিরদিন বজায় থাকুক— সৃষ্টিকর্তার কাছে এই এখন প্রার্থনা। সবাইকে বৈশাখী ভালোবাসা।’

সবাইকে বৈশাখের উৎসব ঘরে পালন করার আহ্বান জানিয়ে মাইক্রোব্লগিং সাইট টুইটারে অভিনেত্রী হেমা মালিনী লিখেছেন, ‘আজ তামিল নতুন বছর এবং বৈশাখীও। চলুন করোনামুক্ত নতুন বছরের জন্য প্রার্থনা করি, যেখানে সবকিছু স্বাভাবিক হবে এবং আমরা সকল কার্যক্রম কোনো ভয় ছাড়া আনন্দের সঙ্গে শুরু করতে পারব।’

এক টুইটে অভিনেতা অজয় দেবগন লিখেছেন, ‘সবাইকে বৈশাখের শুভেচ্ছা। ঘরে থেকে পরিবারের সঙ্গে উদযাপন করুন। সবার প্রতি ভালোবাসা।’

অভিনেত্রী সোনাক্ষী সিনহা টুইট করেছেন, ‘আজকে অনেক বিনোদন হয়েছে। সবাইকে বৈশাখের শুভেচ্ছা (ঘরে থেকে)।’

অভিনেতা সিদ্ধার্থ মালহোত্রা টুইটে লিখেছেন, ‘সবাইকে বৈশাখের শুভেচ্ছা। আশা করছি এই দিন আমাদের জীবনে ইতিবাচকতা ও আনন্দ বয়ে আনবে। নিরাপদ থাকুন এবং আপনার প্রিয়জনের সঙ্গে ভার্চুয়ালি যোগাযোগ করুন। উৎসবের সময় হলেও সামাজিক দূরত্ব বজায় রাখা জরুরি। সবার প্রতি অনেক ভালোবাসা।’

(দ্য রিপোর্ট/আরজেড/১৪এপ্রিল,২০২০)

পাঠকের মতামত:

SMS Alert

জলসা ঘর এর সর্বশেষ খবর

জলসা ঘর - এর সব খবর