thereport24.com
ঢাকা, বৃহস্পতিবার, ২৩ জানুয়ারি 25, ৯ মাঘ ১৪৩১,  ২৩ রজব 1446

কোথায় গেছে দম্ভ-শক্তি, অর্থ-বিত্ত, অহমিকা?

২০২০ এপ্রিল ১৫ ১৩:০১:৪৭
কোথায় গেছে দম্ভ-শক্তি, অর্থ-বিত্ত, অহমিকা?

‘আমরা পারব, ইনশাল্লাহ পারব। একাত্তরেও বলা হয়েছিল, আমরা পারব না। লুঙ্গি পরা বাঙালি বাঁশের লাঠি নিয়ে কী করে লড়বে মহাপরাক্রমশালী পাকিস্তানি হানাদার বাহিনীর বিরুদ্ধে! কিন্তু বাঙালি বাঁশের লাঠি হাতে, থ্রি নট থ্রি রাইফেল দিয়ে লড়েছিল এবং বিজয়ী হয়েছিল। আমরা বীরের জাত।’—মহামারি করোনার এই দুর্যোগকালে বাঙালির সাহসী বিজয়ের কথা স্মরণ করে এসব কথা বলেন জনপ্রিয় অভিনয়শিল্পী মাহফুজ আহমেদ।

বিশ্বের ২১০টি দেশ করোনাভাইরাসে আক্রান্ত। সবচেয়ে ক্ষমতাধর রাষ্ট্র মার্কিন যুক্তরাষ্ট্রে এ ভাইরাসে সবচেয়ে বেশি মানুষ আক্রান্ত হয়েছেন। ইতালি, যুক্তরাজ্য, স্পেন, ফ্রান্স, জার্মান এই সংকটে ধরাশয়ী অবস্থা।

বিশ্বের ক্ষমতাধর এসব রাষ্ট্রের বর্তমান পরিস্থিতি উল্লেখ করে মাহফুজ আহমেদ বলেন—‘আজকে সারা বিশ্ব করোনায় আক্রান্ত। কোথায় গেছে দম্ভ, কোথায় সেই শক্তি, অর্থ-বিত্ত অহমিকা? কোথায় ইউরোপ অ্যামেরিকা! সবাই বিপর্যস্ত, প্রায় ধুলোর সঙ্গে মিশে যাচ্ছে। বলা হচ্ছে, সেখানে আমরা তো কিছুই না।’

মনের সাহস ধরে রেখে নিয়ম মেনে চলার আহ্বান জানিয়ে এই অভিনেতা বলেন—‘শুধু একটি কথা বলতে চাই—নিরস্ত্র বাঙালি একাত্তরে বিজয় অর্জন করেছিল। ২০২০ সালেও বাঙালি করোনাকে অতিক্রম করবে। করোনাকে পর্যদস্ত করবে, পরাজিত করবে। আমাদের এখন একটাই কাজ তাহলো, সরকারি নির্দেশনা অনুযায়ী আমরা ঘরে থাকব, ঘরে থাকব এবং ঘরে থাকব।’

(দ্য রিপোর্ট/আরজেড/১৫এপ্রিল,২০২০)

পাঠকের মতামত:

SMS Alert

জলসা ঘর এর সর্বশেষ খবর

জলসা ঘর - এর সব খবর