thereport24.com
ঢাকা, রবিবার, ২ জুন ২০২৪, ১৯ জ্যৈষ্ঠ ১৪৩১,  ২৫ জিলকদ  ১৪৪৫

করোনায় মারা যাওয়া চিকিৎসকের সমস্ত দায়িত্ব নিলো সরকার

২০২০ এপ্রিল ১৫ ১৪:৫৯:০৫
করোনায় মারা যাওয়া চিকিৎসকের সমস্ত দায়িত্ব নিলো সরকার

দ্য রিপোর্ট প্রতিবেদক: সিলেট এম এ জি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের মেডিসিনের সহকারী অধ্যাপক ডা. মঈন উদ্দীন করোনায় (কোভিড-১৯) আক্রান্ত হয়ে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন। বুধবার (১৫ এপ্রিল) ভোরে তার মৃত্যু হয়। করোনা ভাইরাসে ওই চিকিৎসক মারা যাওয়ার পর স্বাস্থ্য মন্ত্রীর নির্দেশে স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক ডা. আবুল কালাম আজাদ কুর্মিটোলা হসপিটালে যান।

সেখানে তিনি মরদেহ দেখেন। পরিবারের পতি সমবেধনা জানান মন্ত্রীর পক্ষ থেকে। প্রধানমন্ত্রীকে বিষয়টি অবহিত করা হলে তিনি বলেন, এই পরিবারের সমস্ত দায় দায়িত্ব সরকার বহন করবে। যে সমস্ত বিমা এবং সুযোগ সুবিধা দেওয়ার কথা তা দ্রুত যেন পায় তা নিশ্চিত করা হবে।

(দ্য রিপোর্ট/আরজেড/১৫এপ্রিল,২০২০)

পাঠকের মতামত:

এ বিভাগের অন্যান্য সংবাদ

SMS Alert

জাতীয় এর সর্বশেষ খবর

জাতীয় - এর সব খবর