thereport24.com
ঢাকা, বৃহস্পতিবার, ১৬ মে 24, ২ জ্যৈষ্ঠ ১৪৩১,  ৮ জিলকদ  1445

কঠোর লকডাউন চাইলেন স্বাস্থ্যমন্ত্রী

২০২০ এপ্রিল ১৫ ১৫:০৪:৫৯
কঠোর লকডাউন চাইলেন স্বাস্থ্যমন্ত্রী

দ্য রিপোর্ট প্রতিবেদক: করোনাভাইরাস নিয়ে নিয়মিত প্রেস ব্রিফিংয়ে স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক আরও কঠিন লকডাউন করার ঘোষণা দিয়েছেন। করোনাভাইরাস ইতিমধ্যে সামাজিকভাবে ছড়িয়ে পড়েছে এবং এটি দিন দিন আরও ব্যাপক আকার ধারণ করছে। এটি মোকাবেলা করার জন্য আরও কঠোর লকডাউন করা প্রয়োজন। অযথা মানুষ যে ঘোরাফেরা করছে রাস্তাঘাটে, তা বন্ধ করতে হবে।

কারণ উন্নত দেশগুলোই করোনা রোগীদের চিকিৎসা দিতে হিমশিম খাচ্ছে। দেশে এই ভাইরাস আরও বিস্তৃত হলে আমাদের পক্ষেও চিকিৎসা দেওয়া অনেক কঠিন হয়ে পড়বে বলে তিনি উল্লেখ করেন।

স্বাস্থ্যমন্ত্রী ব্রিফিংয়ে বলেন যে, আমাদের ঘরে থাকতেই হবে। প্রধানমন্ত্রী যে ৩১দফা নির্দেশনা দিয়েছেন, সেগুলো মেনে চলতে হবে। এখন এই ভাইরাস ঠেকাতে গেলে লকডাউনের কোনো বিকল্প নেই, ঘরে থাকার কোনো বিকল্প নেই।

(দ্য রিপোর্ট/আরজেড/১৫এপ্রিল,২০২০)

পাঠকের মতামত:

এ বিভাগের অন্যান্য সংবাদ

SMS Alert

জাতীয় এর সর্বশেষ খবর

জাতীয় - এর সব খবর