thereport24.com
ঢাকা, শুক্রবার, ১৭ মে 24, ২ জ্যৈষ্ঠ ১৪৩১,  ৯ জিলকদ  1445

৯ জেলার সঙ্গে প্রধানমন্ত্রীর ভিডিও কনফারেন্স আজ

২০২০ এপ্রিল ১৬ ০৯:৩২:৫৪
৯ জেলার সঙ্গে প্রধানমন্ত্রীর ভিডিও কনফারেন্স আজ

দ্য রিপোর্ট প্রতিবেদক: মহামারি করোনাভাইরাসের ফলে সৃষ্ট পরিস্থিতিতে প্রয়োজনীয় দিকনির্দেশনা দিতে আজ ঢাকা বিভাগের নয় জেলার মাঠ পর্যায়ের সরকারি কর্মকর্তাদের সঙ্গে ভিডিও কনফারেন্স করবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

বৃহস্পতিবার সকাল ১০টা থেকে শুরু হওয়া এই ভিডিও কনফারেন্সে প্রধানমন্ত্রী ঢাকা বিভাগের ঢাকা, নারায়ণগঞ্জ, মুন্সীগঞ্জ, নরসিংদী, ফরিদপুর, রাজবাড়ী, শরীয়তপুর, মাদারীপুর ও গোপালগঞ্জ জেলার সঙ্গে ভিডিও কনফারেন্সে অংশ নেবেন। প্রধানমন্ত্রী তার সরকারি বাসভবন গণভবন থেকে ভিডিও কনফারেন্সে যোগ দেবেন।

এছাড়া আগামী সোমবার ঢাকা বিভাগের কিশোরগঞ্জ, টাঙ্গাইল, গাজীপুর ও মানিকগঞ্জ জেলা এবং ময়মনসিংহ বিভাগের জেলাসমূহ ময়মনসিংহ, নেত্রকোনা, জামালপুর ও শেরপুর জেলার মাঠ পর্যায়ের সরকারি কর্মকর্তাদের সঙ্গে ভিডিও কনফারেন্সে অংশ নেবেন সরকারপ্রধান। বাংলাদেশ টেলিভিশন ও বাংলাদেশ বেতার ভিডিও কনফারেন্স সরাসরি সম্প্রচার করবে।

এর আগে প্রধানমন্ত্রী চট্টগ্রাম, সিলেট, খুলনা ও বরিশাল বিভাগের মাঠ পর্যায়ের সরকারি কর্মকর্তা, জনপ্রতিনিধিদের সঙ্গে কথা বলেছিলেন।

(দ্য রিপোর্ট/আরজেড/১৬এপ্রিল,২০২০)

পাঠকের মতামত:

এ বিভাগের অন্যান্য সংবাদ

SMS Alert

জাতীয় এর সর্বশেষ খবর

জাতীয় - এর সব খবর