thereport24.com
ঢাকা, শুক্রবার, ১৭ মে 24, ২ জ্যৈষ্ঠ ১৪৩১,  ৯ জিলকদ  1445

সৌদি থেকে দেশে ফিরলেন ৩৬৬ প্রবাসী

২০২০ এপ্রিল ১৬ ১০:১০:০১
সৌদি থেকে দেশে ফিরলেন ৩৬৬ প্রবাসী

দ্য রিপোর্ট প্রতিবেদক: বৈশ্বিক মহামারি করোনাভাইরাসে সৃষ্ট পরিস্থিতিতে সৌদি আরবে আটকে পড়া ৩৬৬ প্রবাসী বাংলাদেশি দেশে ফিরেছেন।

বুধবার বাংলাদেশ সময় রাত ৯ টার দিকে তাদের বহনকারী সৌদি এয়ারলাইন্সের এসভি-৩৮০৬ ফ্লাইটটি ঢাকায় অবতরণ করে।

সূত্র জানায়, দেশে ফেরা ৩৬৬ জন বাংলাদেশির মধ্যে জেদ্দার ডিপোর্টেশন সেন্টারে থাকা ২৩৪ জন বাংলাদেশি কর্মী ও ১৩২ জন ওমরাহ যাত্রী রয়েছেন।

শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের পরিচালক গ্রুপ ক্যাপ্টেন এএইচএম তৌহিদ উল আহসান বলেন, সৌদি এয়ারলাইন্সের বিশেষ ফ্লাইটে ওমরা যাত্রীসহ ৩৬৬ বাংলাদেশি ফিরেছেন। সৌদি থেকে আসা বাংলাদেশিদের স্বাস্থ্য পরীক্ষা করা হবে। প্রয়োজনীয় পরীক্ষা শেষে তাদের হোম কোয়ারেন্টাইনে পাঠানো হবে।

স্ক্রিনিংয়ে কারও শরীরের তাপমাত্রা বেশি পাওয়া গেলে তাদের সেনাবাহিনীর তত্ত্বাবধানে আশকোনা হজ ক্যাম্পের প্রাতিষ্ঠানিক কোয়ারেন্টাইনে পাঠানো হবে।

সৌদি আরবের রিয়াদ বাংলাদেশ দূতাবাস, জেদ্দা বাংলাদেশ কনস্যুলেট এবং মক্কা বাংলাদেশ হজ মিশনের কর্মকর্তাদের সহযোগিতায় এসব যাত্রীদের দেশে পাঠানো হয়েছে।

(দ্য রিপোর্ট/আরজেড/১৬এপ্রিল,২০২০)

পাঠকের মতামত:

এ বিভাগের অন্যান্য সংবাদ

SMS Alert

জাতীয় এর সর্বশেষ খবর

জাতীয় - এর সব খবর