thereport24.com
ঢাকা, বৃহস্পতিবার, ১৬ মে 24, ১ জ্যৈষ্ঠ ১৪৩১,  ৮ জিলকদ  1445

‘মানুষ আতঙ্কগ্রস্থ হয়ে অমানুষও হয়েছে’

২০২০ এপ্রিল ১৬ ১১:০৩:০৪
‘মানুষ আতঙ্কগ্রস্থ হয়ে অমানুষও হয়েছে’

দ্য রিপোর্ট প্রতিবেদক: প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেন, ‘কেউ বলতে পারে না কে কখন মারা যাবে। একমাত্র আল্লাহই বলতে পারেন। এই যে আমি কথা বলছি। আমার কখন মৃত্যু হবে আমি বলতে পারবো না।’

তিনি বলেন, ‘বাংলাদেশের মানুষ তো এত অমানবিক ছিল না। শুনতে পাই ছেলে বউ তার মাকে জঙ্গলে রেখে আসে করোনা সন্দেহে। এরা কি বাংলাদেশের মানুষ।’

প্রধানমন্ত্রী বলেন,‘ কারো করোনা সন্দেহ হলে টেস্ট করতে হবে। তার চিকিৎসা হবে। কিন্তু তাকে ত্যাগ করার মানে কি। এমনকি কোন চিকিৎসক আক্রান্ত হলে তাকেও নাকি গ্রাম ছাড়া করা হয়।’

‘জীবন তো চালাতে হবে। প্রতিদিন গরম পানি খান। মৌসুমী ফলগুলো খান। কাজ তো পুরোপুরি বন্ধ করা যাবে না’ বলেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। আজ নয় জেলার সঙ্গে ভিডিও কনফারেন্সে এমন কথা বলেন।

তিনি বলেন,‘ কলকারখানা তো চালাতে হবে। আর আপনার কৃষিকাজেও মনোযোগি হতে হবে। কোন জায়গা খালি রাখবেন না। আর্থসামাজিকের জন্য কাজ করবেন। কৃষি জমি থাকলে কিছু না কিছু চাষ করুন। যেটা দিয়ে আপনার সামনের দিন চলতে পারে। বিশ্বব্যাপি অর্থনৈতিক মন্দা হতে পারে। সেক্ষেত্রে এই কৃষিজমি আপনাকে সাহায্য করবে।’

(দ্য রিপোর্ট/আরজেড/১৬এপ্রিল,২০২০)

পাঠকের মতামত:

এ বিভাগের অন্যান্য সংবাদ

SMS Alert

জাতীয় এর সর্বশেষ খবর

জাতীয় - এর সব খবর