thereport24.com
ঢাকা, শুক্রবার, ১৭ মে 24, ২ জ্যৈষ্ঠ ১৪৩১,  ৯ জিলকদ  1445

মৃতদের বেশিরভাগই ঢাকার

২০২০ এপ্রিল ১৬ ১৫:৪০:১৫
মৃতদের বেশিরভাগই ঢাকার

দ্য রিপোর্ট প্রতিবেদক: বাংলাদেশে গত ২৪ ঘণ্টায় নতুন করে করোনা আক্রান্ত হয়ে মারা গেলেন ১০ জন। এই ১০ জনের ৭ জনই ঢাকার। আজ বৃহস্পতিবার (১৬ এপ্রিল) দুপুরে স্বাস্থ্য অধিদপ্তরের করোনাভাইরাস সংক্রান্ত নিয়মিত হেলথ বুলেটিনে এ তথ্য জানানো হয়। অনলাইনে বুলেটিন উপস্থাপন করেন স্বাস্থ্য অধিদফতরের অতিরিক্ত মহাপরিচালক অধ্যাপক ডা. নাসিমা সুলতানা।

বাংলাদেশে করোনায় মোট মৃতের সংখ্যা দাঁড়িয়েছে ৬০ জনে। গত ২৪ ঘণ্টায় ২০১৯ জনের নমুনা পরীক্ষা করা হয়। এদের মধ্যে করোনা শনাক্ত হয়েছে ৩৪১ জন। এ নিয়ে মোট করোনা আক্রান্ত রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ১৫৭২ জনে।

দেশে নভেল করোনাভাইরাসে (কভিড-১৯) সংক্রমিত প্রথম রোগী শনাক্ত হয় গত ৮ মার্চ। এরপর আজ ৫০ তম দিন পার করছে বাংলাদেশ। গত ১৮ মার্চ করোনাভাইরাসে আক্রান্ত হয়ে প্রথম একজনের মৃত্যু হয়।

(দ্য রিপোর্ট/আরজেড/১৬এপ্রিল,২০২০)

পাঠকের মতামত:

এ বিভাগের অন্যান্য সংবাদ

SMS Alert

জাতীয় এর সর্বশেষ খবর

জাতীয় - এর সব খবর