thereport24.com
ঢাকা, বৃহস্পতিবার, ১৬ মে 24, ২ জ্যৈষ্ঠ ১৪৩১,  ৮ জিলকদ  1445

আইইডিসিআরের ৬ কর্মী করোনায় আক্রান্ত, সেব্রিনা ফ্লোরাসহ সব কর্মকর্তা কোয়ারেন্টিনে

২০২০ এপ্রিল ১৬ ২০:৫১:২৩
আইইডিসিআরের ৬ কর্মী করোনায় আক্রান্ত, সেব্রিনা ফ্লোরাসহ সব কর্মকর্তা কোয়ারেন্টিনে

দ্য রিপোর্ট প্রতিবেদক: সরকারের জাতীয় রোগতত্ত্ব, রোগ নিয়ন্ত্রণ ও গবেষণা প্রতিষ্ঠানের ছয় জন স্টাফ ও তাদের সংস্পর্শে আসা আরও দুইজন করোনায় আক্রান্ত হয়েছেন। আক্রান্তরা মহাখালীর সংক্রামক ব্যাধি হাসপাতালে চিকিৎসাধীন আছেন। এ ঘটনায় আইইডিসিআরের টেকনোলজিস্টসহ ছয়জন করোনা পজিটিভ আসার পর প্রতিষ্ঠানের পরিচালক অধ্যাপক ডা. মীরজাদী সেব্রিনা ফ্লোরাসহ সব কর্মকর্তা কোয়ারেন্টিনে আছেন।

বৃহস্পতিবার (১৬ এপ্রিল) স্বাস্থ্য অধিদফতর সূত্রে এ তথ্য জানা গেছে।

স্বাস্থ্য অধিদফতরের এক কর্মকর্তা জানান, আইইডিসিআরের টেকনোলজিস্ট, পচ্ছিন্নতাকর্মীসহ ছয়জন করোনায় আক্রান্ত হন। তাদের থেকে আক্রান্ত হন তাদের সংস্পর্শে আসা পরিবারের দুইজন সদস্য।

আইইডিসিআরের কর্মকর্তারা আইইডিসিআর ভবনের বাইরে থেকে আলাদা এক ভবনে কোয়ারেন্টিনে আছেন এবং সেখান থেকে তারা নিয়মিত অফিসের কাজ করছেন।

(দ্য রিপোর্ট/আরজেড/১৬এপ্রিল,২০২০)

পাঠকের মতামত:

এ বিভাগের অন্যান্য সংবাদ

SMS Alert

জাতীয় এর সর্বশেষ খবর

জাতীয় - এর সব খবর