thereport24.com
ঢাকা, মঙ্গলবার, ১৮ মার্চ 25, ৩ চৈত্র ১৪৩১,  ১৮ রমজান 1446

দেশে নতুন করে আরও ৯ জন সুস্থ, মোট ৫৮

২০২০ এপ্রিল ১৭ ১৪:৫৩:৩০
দেশে নতুন করে আরও ৯ জন সুস্থ, মোট ৫৮

দ্য রিপোর্ট প্রতিবেদক: করোনা ভাইরাসে দেশে নতুন করে আর ৯ জন সুস্থ হয়েছেন। এনিয়ে মোট ৫৮ জন সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন। শুক্রবার করোনাভাইরাস পরিস্থিতি নিয়ে স্বাস্থ্য অধিদফতরের নিয়মিত অনলাইন স্বাস্থ্য বুলেটিনে যুক্ত হয়ে স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক এ তথ্য জানান।

তিনি বলেন, গত ২৪ ঘণ্টায় নমুনা পরীক্ষা করা হয়েছে ২১৯০ জনের। নতুন আক্রান্ত হয়েছেন ২৬৬ জন। এনিয়ে মোট শনাক্ত রোগীর সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ১৮৩৮ জনে। মারা গেছেন ১৫ জন। মোট মৃতের সংখ্যা ৭৫ জন। সুস্থ হয়েছেন ৯ জন, মোট সুস্থ হয়েছেন ৫৮ জন।

এসময় চিকিৎসকদের ধন্যবাদ জানিয়ে তিনি বলেন, করোনা যুদ্ধে চিকিৎসক ও নার্স ঝুঁকি নিয়ে সেবা দিয়ে যাচ্ছেন। এই ক্রান্তিলগ্নে তারা যুদ্ধ করছেন। তাদের ধন্যবাদ জানাই। ইতিমধ্যে চিকিৎসক, নার্স ও সংবাদ কর্মী কয়েকজন আক্রান্ত হয়েছেন। আমি তাদের আরোগ্য কামনা করি।

দেশে করোনাভাইরাসে সংক্রমিত (কোভিড-১৯) প্রথম রোগী শনাক্ত হয় গত ৮ মার্চ। ১৮ মার্চ করোনাভাইরাসে আক্রান্ত হয়ে প্রথম একজনের মৃত্যু হয়।

(দ্য রিপোর্ট/আরজেড/১৭এপ্রিল,২০২০)

পাঠকের মতামত:

এ বিভাগের অন্যান্য সংবাদ

SMS Alert

জাতীয় এর সর্বশেষ খবর

জাতীয় - এর সব খবর