thereport24.com
ঢাকা, শনিবার, ১১ জানুয়ারি 25, ২৮ পৌষ ১৪৩১,  ১১ রজব 1446

রবি ছেড়ে যাচ্ছে জাপানের এনটিটি ডোকোমো

২০২০ এপ্রিল ১৯ ০৯:৪০:০১
রবি ছেড়ে যাচ্ছে জাপানের এনটিটি ডোকোমো

দ্য রিপোর্ট প্রতিবেদক: দেশের মোবাইলফোন অপারেটর রবিকে ছেড়ে যাচ্ছে তার বিনিয়োগ অংশীদার জাপানের এনটিটি ডোকোমো। রবিতে থাকা ডোকোমোর অংশ (৬ দশমিক ৩ শতাংশ) কিনে নিচ্ছে ভারতের মোবাইলফোন অপারেটর ভারতী এয়ারটেল। এরই মধ্যে বিষয়টির জন্য অনুমোদন দিয়েছে টেলিযোগাযোগ নিয়ন্ত্রক সংস্থা বিটিআরসি। বিষয়টি চূড়ান্ত অনুমোদনের জন্য সংস্থাটি ডাক ও টেলিযোগাযোগ বিভাগে পাঠিয়েছে বলে জানা গেছে।

ডোকোমোর শেয়ার কিনে নেওয়ার ফলে রবিতে ভারতী এয়ারটেলের শেয়ার হবে ৩১ দশমিক ৩ শতাংশ। অবশিষ্ট ৬৮ দশমিক ৭০ শতাংশর মালিকানা থাকছে রবি আজিয়াটার হাতেই।

এ প্রসঙ্গে জানতে চাইলে ডাক ও টেলিযোগাযোগমন্ত্রী মোস্তাফা জব্বার বলেন, আমার কাছে বিষয়টি (ফাইল) এখনও আসেনি। দেশের পরিস্থিতি এখন স্বাভাবিক নয় উল্লেখ করে তিনি বলেন, অফিস বন্ধ। পরিস্থিতি স্বাভাবিক হোক।

সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, রবিতে এনটিটি ডোকোমো ছিল কৌশলগত বিনিয়োগকারী (স্ট্র্যাটেজিক ইনভেস্টর)। টেলিকম পলিসি ও নিয়ন্ত্রক সংস্থার কিছু কঠোর সিদ্ধান্তের ফলে ডোকোমো মনে করছে বাংলাদেশে টেলিযোগাযোগ ব্যবসার জন্য অনুকূল পরিবেশ বিরাজ করছে না। তারা বিষয়টি নিয়ে উদ্বিগ্ন। ফলে তারা বাংলাদেশ থেকে তাদের বিনিয়োগ গুটিয়ে নিতে যাচ্ছে।

জানা যায়, এনটিটি ডোকোমো বাংলাদেশে আসে ২০০৮ সালে। সে সময়ে তারা একটেলের (রবির আগের নাম) ৩০ শতাংশ শেয়ার কিনে নেয় ৩৫০ মিলিয়ন ডলারের বিনিময়ে। ২০১৩ সালে জাপানের ডোকোমো তাদের শেয়ারে ৮ শতাংশে নামিয়ে আনে। কিন্তু ২০১৬ সালে রবি ও এয়ারটেল একীভূত হলে মূল্যায়িত হয়ে এনটিটি ডোকোমোর শেয়ারের পরিমাণ দাঁড়ায় ৬ দশমিক ৩ শতাংশে। এই শেয়ার ডোকোমো বিক্রি করে দিচ্ছে ভারতী এয়ারটেলের কাছে।

এ বিষয়ে রবির চিফ করপোরেট অ্যান্ড রেগুলেটরি অফিসার সাহেদ আলম বলেন, রবি আজিয়াটায় এনটিটি ডোকোমোর যে শেয়ার রয়েছে তা ভারতী এয়ারটেলের কাছে ট্রান্সফারের বিষয়ে বিটিআরসি অনুমোদন দিয়েছে বলে আমরা জেনেছি। বর্তমানে তা মন্ত্রণালয়ের (ডাক ও টেলিযোগাযোগ বিভাগ) অনুমোদনের অপেক্ষায় আছে। এই ট্রান্সফার চূড়ান্ত অনুমোদন পেলে রবি আজিয়াটা লিমিটেডে ভারতী এয়ারটেলের শেয়ারের পরিমাণ বৃদ্ধি পেয়ে ৩১.৩ শতাংশ হবে। আর মালয়েশিয়াভিত্তিক আজিয়াটা গ্রুপ বারহাদের কাছে রবির বেশির ভাগ তথা ৬৮.৭ শতাংশ শেয়ার থাকবে। আমরা বিশ্বাস করি, গ্লোবাল টেলিকম জায়ান্ট ভারতী এয়ারটেলের রবিতে শেয়ার বৃদ্ধির সিদ্ধান্ত শীর্ষস্থানীয় ডিজিটাল কোম্পানি হিসেবে আমাদের প্রতি তাদের আস্থার প্রতিফলন এবং দীর্ঘমেয়াদে বাংলাদেশের অর্থনীতির জন্য ইতিবাচক একটি সিদ্ধান্ত।

(দ্য রিপোর্ট/আরজেড/১৯এপ্রিল,২০২০)

পাঠকের মতামত:

SMS Alert

অর্থ ও বাণিজ্য এর সর্বশেষ খবর

অর্থ ও বাণিজ্য - এর সব খবর