thereport24.com
ঢাকা, শনিবার, ১১ জানুয়ারি 25, ২৮ পৌষ ১৪৩১,  ১১ রজব 1446

ক‌রোনা: সোনালী ব্যাংকের শিল্প ভবন শাখা বন্ধ

২০২০ এপ্রিল ২০ ১৬:৪০:৪২
ক‌রোনা: সোনালী ব্যাংকের শিল্প ভবন শাখা বন্ধ

দ্য রিপোর্ট প্রতিবেদক: এক কর্মকর্তা করোনাভাইরাসে আক্রান্ত হওয়ায় রাজধানীর দিলকুশা শিল্প ভবনের সোনালী ব্যাংকের কর্পোরেট শাখা সাময়িক বন্ধ ঘোষণা করা হ‌য়ে‌ছে।

সোমবার (২০ এপ্রিল) ব্যাংকটির ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) আতাউর রহমান প্রধান গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি বলেন, ব্যাংকের শিল্প ভবন কর্পোরেট শাখার এক কর্মকর্তার কোভিড-১৯ পজেটিভ পাওয়া গেছে। তাই শাখাটি আপাতত বন্ধ রাখা হ‌য়ে‌ছে। যে কর্মকর্তা করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন, তার স‌ঙ্গে আ‌রো চার কর্মী ছিলেন। তারাসহ শাখার সবাইকে হোম কোয়ারেন্টাইনে পাঠানো হয়েছে। বন্ধ শাখার কার্যক্রম মতিঝিল দিলকুশা শাখায় হবে ব‌লে জানান তিনি।

এর আগে একই কারণে মতিঝিলের অগ্রণী ব্যাংকের প্রিন্সিপাল শাখা লকডাউন করা হয়েছিল।

(দ্য রিপোর্ট/আরজেড/২০এপ্রিল,২০২০)

পাঠকের মতামত:

SMS Alert

অর্থ ও বাণিজ্য এর সর্বশেষ খবর

অর্থ ও বাণিজ্য - এর সব খবর